অমিতাভ-শ্বেতার বিজ্ঞাপন ঘিরে মামলা করার হুঁশিয়ারি ব্যাঙ্ক ইউনিয়নগুলির

সম্প্রতি কল্যাণ জুয়েলার্সের এক দেড় মিনিটের বিজ্ঞাপনে দেখা যায় অমিতাভ বচ্চন-শ্বেতা বচ্চনকে। মেয়েকে প্রথমবার স্ক্রিনে দেখতে পেয়ে আবেগঘন হয়ে পড়েন বাবা । কিন্তু যেভাবে বিজ্ঞাপনটি উপস্থাপনা করা হয়েছে তাতে মোটেই খুশি নয় বিভিন্ন ব্যাঙ্ক ইউনিয়নগুলি। তারা এতটাই ক্ষুব্ধ যে মামলা পর্যন্ত করার ভাবনাচিন্তা করছে।

বিজ্ঞাপনে দেখা যাচ্ছে অমিতাভ তাঁর মেয়ের সঙ্গে গিয়েছেন একটি ব্যাঙ্কে। প্রসঙ্গত, একমাসে দুবার পেনশনের টাকা চলে এসেছে তাঁর অ্যাকাউন্টে। সেই বাড়তি টাকা ফেরাতে গিয়ে ব্যাঙ্ককর্মীদের খারাপ ব্যবহারের সম্মুখীন হতে হয় এক বৃদ্ধকে। বৃদ্ধ বাবাকে ছায়াসঙ্গীর মতো আগলে রাখতে দেখা যায় মেয়েকে। বিজ্ঞাপনের মাধ্যমে কল্যাণ জুয়েলার্স বোঝাতে চেয়েছে বাবার কাছে বড় ভরসার জায়গা তাঁর মেয়ে, তেমন ভরসার কল্যাণ জুয়েলার্স।তবে কল্যাণ জুয়েলার্স তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ব্যাঙ্ক ইউনিয়নগুলির মানসিকতা বুঝতে পেরেছে তারা। কোথায় তাদের আঘাত লেগেছে, সেটাও স্পষ্ট তাদের কাছে। কিন্তু এই পুরো বিজ্ঞাপনটিই একটি কাল্পনিক ভাবনাচিন্তা থেকে করা হয়েছে। এখানে বাস্তবের সঙ্গে কোনও সম্পর্ক নেই। এই সংক্রান্ত ডিসক্লেমার কল্যাণ জুয়েলার্সের তরফে আগামী তিনদিনের মধ্যে বিজ্ঞাপনের সঙ্গে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। কোনও ব্র্যান্ড বা সংস্থাকে অসম্মানিত করার ইচ্ছে কল্যাণ জুয়েলার্সের ছিল না বলেও সংস্থার তরফে দাবি করা হয়েছে।