তৃণমূল কর্মীকে মারধোর করে খুনের চেষ্টার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা,মালদা,১৪ই জানুয়ারি :পিকনিক থেকে ফেরার পথে একা পেয়ে তৃণমূল কর্মীকে মারধোর করে খুনের চেষ্টার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার জালুয়াবাধাল অঞ্চলের কদমতলা গ্রামে। আহত তৃণমূল কর্মী বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের কালিয়াচক থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে আহত তৃণমূল কর্মীর নাম সফিকুল শেখ (৩৫)। সে জানায় গত পঞ্চায়েত ভোটে ওই অঞ্চলে তৃণমূল প্রার্থী দেবদুলাল মন্ডলের হয়ে ভোটের কাজকর্ম করেন। ওই এলাকায় ভোটে জয়ী হয় কংগ্রেসের রাম মন্ডল। এরপর থেকে তাদেরকে নানাভাবে হেনস্থা করতে থাকে কংগ্রেসের এই জয়ী মেম্বার। অভিযোগ রবিবার সন্ধ্যা বেলা পিকনিক করে বাড়ি ফিরছিলেন সফিকুল শেখ। সেই সময় রাস্তায় একা পেয়ে রাম মন্ডল ও তার দলবল চড়াও হয়ে তাকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে খুনের চেষ্টা করে। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসতে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহতকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।তার মাথায় আঘাত গুরুতর থাকায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।ঘটনার পর আহত পক্ষ থেকে কালিয়াচক থানায় রাম মন্ডল সহ তিন জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।