বাবুলের ‘সেন-সেশনাল’ টুইটে বিতর্ক, পালটা দিলেন তৃণমূল নেতা

নিজস্ব সংবাদদাতা,আসানসোল,১৪ ই মার্চ; ‘সেন’ নিয়ে শ্যেনদৃষ্টি টুইটারে। আসানসোলের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুনমুন সেনের নাম ঘোষণা হতেই বাবুল টুইট করেন, মমতাদি তাঁর বিরুদ্ধে ‘সেন-সেশনাল’ (উত্তেজনাময়) প্রার্থী নির্বাচন করেন। ২০১৪ সালে দোলা সেন, ২০১৯ সালে মুনমুন সেন। বাবুলের করা টুইটে বাবুলেরই স্টাইলে জবাব দিলেন মন্ত্রী মলয় ঘটকের ভাই তথা পুরনিগমের মেয়র পারিষদ অভিজিত ঘটক। তিনি বাবুলের টুইটে লেখেন তৈরি থাকুন আপনাকে এবার ‘সেন’-ডফ (সেন্ডঅফ) করা হবে। মানে বিদায় জানানো হবে। এখানে তিনি বাবুলের মতোই সেন শব্দটিকে ইংরাজি ক্যাপিটাল ওয়ার্ডে লেখেন। এরপরেই দেখা যায় অভিজিৎ ঘটককে বাবুল তাঁর টুইট হ্যান্ডেল থেকে ব্লক করে দেন। এই ঘটনাটিকে স্ক্রিনশট দিয়ে অভিজিৎ ঘটক ফেসবুকে ও টুইটারে জানান ফলোয়ার্সদের।