বিজেপির পথসভা ভঙ্গের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি , ১৫ ই এপ্রিল : বিজেপির পথসভা ভঙ্গের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে | গতকাল অর্থাৎ রবিবার সন্ধ্যা ছয়টা থেকে নয়টা পর্যন্ত এনজিপি 34 নম্বর ওয়ার্ড বাল্মিকী মাঠে একটি পথসভা করার কথা ছিল বিজেপি 6 নম্বর মন্ডল কমিটির | কিন্তু সেই সভা ভঙ্গের অভিযোগ উঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে |

বিজেপি 6 নম্বর মণ্ডল কমিটির অভিযোগ | রবিবার সন্ধ্যা 6 টায় এনজিপি বাল্মিকী মাঠে এক পথসভা করার কথা ছিল বিজেপি 6 নম্বর মন্ডল কমিটির | কিন্তু সেখানে গিয়ে সভা শুরু করলেই তৃণমূলের লোকজন এসে সেই সভা ভঙ্গ করে | এবং তাদের ব্যানার মাইকের তার সবকিছু ছিড়ে দেয় | সঙ্গে সঙ্গে তারা নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ জানালে পুলিশ কোন রকম পদক্ষেপ গ্রহণ করে না বলে অভিযোগ তোলেন তারা | এবং তারই পরিপ্রেক্ষিতে সোমবার সকালে উত্তরবঙ্গেরবিজেপি কনভেনার রথীন্দ্রনাথ বসুর নেতৃত্বে বিজেপি 6 নম্বর মণ্ডল কমিটির সদস্য বৃন্দ এনজিপি থানা চত্বরে অবস্থান-বিক্ষোভ এ বসে | অবিলম্বে নিউ জলপাইগুড়ি থানার ওসি অরিন্দম ব্যানার্জীর বদলির দাবিতে | উত্তর বঙ্গের বিজেপি কনভেনার রথীন্দ্রনাথ বসু জানিয়েছেন যেদিন থেকে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে সেদিন থেকেই বিজেপির পিছনে পড়ে রয়েছে তৃণমূল | বিভিন্ন জায়গায় সভা ভঙ্গ, পোস্টার-ব্যানার ছেড়া করে চলেছে তৃণমূল কংগ্রেসের নেতা সমর্থকের | এবং গত কালও ঠিক একই ঘটনা ঘটেছে এনজিপি বাল্মিকী ময়দানে | কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় যখন আমরা njp থানায় এর বিরুদ্ধে অভিযোগ জানায় তখন পুলিশ কোনরকম পদক্ষেপ গ্রহণ করে না এর বিরুদ্ধে | আমরা জানি এই পুলিশ প্রশাসন তৃণমূলের হয়ে কাজ করে| এবং যদি এনজিপি থানার ওসি অরিন্দম ব্যানার্জি লোকসভা ভোটে এই থানার ওসি থাকে তাহলে শান্তিপূর্ণভাবে ভোট করাও সম্ভব হবে না | তাই আমরা অরিন্দম ব্যানার্জীর বদলির দাবি করছি | এবং নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করছি যেন প্রত্যেকটি বুথে সেন্ট্রাল ফোর্স দিয়ে ইলেকশন কভার করা হয় | তা না হলে এনজিপি তেও ছাপ্পা ভোটের সম্ভাবনা রয়েছে |

এদিকে তৃণমূলের বিরোধী দলনেতা রঞ্জন সরকার জানিয়েছেন – তৃণমূল কংগ্রেসের নেতা ও সমর্থকদের কাছে এতটা সময় সময় নেই যে তারা বিজেপির মত একটি সাম্প্রদায়িক দলের সভা ভঙ্গ করতে যাবে | লোকসভা ভোটে এসে পড়েছে | তৃণমূলের নিজেদের দলকে জেতানোর জন্য প্রচুর কাজ রয়েছে | তাই তারা সেগুলোই করছে | এইসব অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছে রঞ্জন সরকার |