বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগদান

নিজস্ব সংবাদদাতা ,শিলিগুড়ি, ২০ শে মার্চ :লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবার পর এক দিকে যেমন ডান-বাম সব রাজনৈতিক দল নেমে পড়েছে প্রচারে এবং নিজের দলের প্রার্থীকে জেতানোর নিয়েছে আপরান প্রয়াস, ঠিক সেই সময়েই বিভিন্ন দল থেকে নিজেদের দলে যোগদান করানোর ও চলছে রণকৌশল। লোকসভা নির্বাচনের হাতে আর বাকি মাত্র কয়েকটা দিন। তার আগে নিজেদের দলীয় প্রার্থী কে জয়লাভ করিয়ে দিল্লি পৌঁছানোর জন্য নানান প্রয়াস নিয়েছেন রাজনৈতিক নেতারা। প্রতিদিন চলছে বিভিন্ন রাজনৈতিক দলের মিটিং মিছিল। বাড়ি বাড়ি গিয়ে চলছে রাজনৈতিক দলের প্রার্থীদের ভোট ভিক্ষা। মঙ্গলবার বিকেলে শিলিগুড়ির তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে দার্জিলিং জেলার ১৪ টি স্কুল এবং একটি মাদ্রাসার মোট ১৩৬ জন শিক্ষক শিক্ষিকা যোগ দিলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে। দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পর্যটন মন্ত্রীর হাত থেকে দলীয় পতাকা নিয়ে ১৩৬ জন শিক্ষক শিক্ষিকা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। এই যোগদান কর্মসূচি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা সৌমিত্র কুন্ডু, রঞ্জন সরকার,জয়ন্ত কর, ধিমান সরকার সহ দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের নেতারা।