সারদা মামলায় রাজীব কুমারের জামিনের বিষয়ে বারাসাত স্পেশাল কোর্টে সিবিআই

নিজস্ব সংবাদদাতা,বারাসাত,২০ শে মে :রাজীবকুমার কে নিয়ে মামলার গতিপ্রকৃতি বারাসাত আদালতে কোন দিশা পেতে চলেছে তা নিয়ে বাড়ছে ধোঁয়াশা । রাজীব কুমারের জামিন নিয়ে বারাসাত আদালতে প্রহেলিকা চরমে । ঘন ঘন দৃশ্যেপট পাল্টাচ্ছে। কিন্তু সমগ্র বিষয় এখনও কুয়াশায় ঢাকা । সোমবার ও রাজীব কুমারের জামিনের সম্পর্কে জানতে আসে একটি বিশেষ দল । পাশাপাশি বারাসাত আদালতে চলছে আইনজীবীদের কর্মবিরতি । এই প্রতিনিধিদলে সিবিআই এর আধিকারিকবৃন্দ ছিলেন বলে জানিয়েছেন বারাসাত আদালতে কর্মবিরতির আন্দোলনে সামিল আইনজীবী বৃন্দ । তাঁরা সারদা মামলায় রাজীব কুমারের জামিনের বিষয়ে বারাসাত স্পেশাল কোর্টে মামলা দাখিল হয়েছে কিনা জানতে এসে বাধার সম্মুখীন হন বলেই সূত্রে খবর । আইনজীবীদের দাবি এই প্রতিনিধিদল রাজীব কুমারের হয়ে মামলা দাখিল সম্পর্কে খোঁজ নিতে আসেন । ৫ থেকে ৬ ব্যক্তি একটি পুলিশ স্টিকার লেখা গাড়িতে করে এসেছিলেন । তারা নিজেদের পরিচয় দিচ্ছেন না দেখে বারাসাতের আন্দোলনরত আইনজীবীরা সরব হন । বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হলেও বারাসাতের আইনজীবীরা স্থিরনিশ্চিত এঁরা রাজীব কুমারের বিষয়ে জানতে এসেছিলেন । আন্দোলনরত আইনজীবীরা জানিয়েছেন কেস দাখিল বা তা নিয়ে কোনরকম গতিবিধি বারাসত আদালতে হতে দেওয়া হবে না। ফলে রাজীব কুমারের বেল পিটিশনের বিষয়টি অন্ধকারে ঢাকাই রইল ॥