নিয়োগ দূর্নীতি মামলায় নয়া মোড়, আরও এক বিধায়কের রিপোর্ট জমা দিল সিবিআই

এবার নিয়োগ মামলায় সিবিআইয়ের নয়া অফিসার নিয়োগ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। সোমবার দুপুর ২ টোই কেন মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করছে না সিবিআই তার রিপোর্ট চেয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই রিপোর্টে সোমবার কলকাতা হাইকোর্টে আরও বিধায়কের নাম জমা দিল সিবিআই। যে তালিকা দেখে এদিন এজলাসে বসে বিচারপতির পর্যবেক্ষণ, “এরা তো মহাপুরুষ! কবে জেরা করবেন?’”

আরও পড়ুনঃ অধীরের মুখে রাজেশ খান্নার কালজয়ী সংলাপ, ‘বাবুমশাই…জিন্দেগি বড়ি হোনি চাহিয়ে’

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিষয়ে সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে এদিন সকালেই প্রশ্ন তুলছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Gangopadhyay questions the role of CBI in the recruitment case)। দুপুর ২টোর মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। দুপুরে সিবিআইয়ের জমা দেওয়া রিপোর্টে চোখ রেখে এরপরই ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি।

 

সিবিআইয়ের উদ্দেশে তীব্র ভর্ৎসনা করে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে বলতে শোনা যায়, “”এরা তো মহাপুরুষ! কবে জেরা করবেন? লোকসভা ভোট মিটে গেলে!’” একই সঙ্গে মানিক ভট্টাচার্যের সঙ্গে সিবিআইয়ের যোগসাজশ নিয়েও এদিন প্রশ্ন তোলেন বিচারপতি।

 

আদালতে বিচারপতির পর্যবেক্ষণ, “একটা অভিযোগ শুনতে পাচ্ছি সিবিআই আধিকারিক এবং মানিক ভট্রাচার্যর মধ্যে একটা বোঝাপড়া তৈরি হয়েছে। তাকে বেশি জিজ্ঞসাবাদ করা হবে না। ইতিমধ্যে মানিক সুপ্রিমকোর্ট থেকে জামিন নিয়ে নেবে, ব্যাস!”

আদালতে সিবিআই জানায়, “তাপস মণ্ডলের কাছ থেকে ৪ কোটির বেশি টাকা উদ্ধার হয়েছে। চাকরিপ্রার্থীদের কাছ থেকে এই টাকা তুলেছিল তাপস। ওই টাকা কুন্তল ঘোষের হাতে যেত।” এরপরই নিয়োগ দুর্নীতি মামলায় এদিনের জমা দেওয়া রিপোর্টে আরও কয়েকজন বিধায়ক এবং কাউন্সিলেরর নামোল্লেখ করে সিবিআই।

যা দেখে বিচারপতির প্রশ্ন, “কবে অন্যান্যদের জিজ্ঞসাবাদ করা হবে? লোকসভা ভোটের পর?” সিবিআইয়ের তরফে বলা হয়, “না, না, অনেকেই জিজ্ঞসাবাদ করা হয়েছে। বাকিদের করা হবে। কোর্টে সব কিছু বলা যাবে না। কোর্টের তত্বাবধানে তদন্ত হচ্ছে।” ক্ষুব্ধ বিচারপতিকে এরপরই বলতে শোনা যায়, “আপনারা তো সেই কোর্টকেই কাঁচকলা দেখাচ্ছেন।” “কবে অন্যান্যদের জিজ্ঞসাবাদ করা হবে? লোকসভা ভোটের পর?” সিবিআইয়ের তরফে বলা হয়, “না, না, অনেকেই জিজ্ঞসাবাদ করা হয়েছে। বাকিদের করা হবে। কোর্টে সব কিছু বলা যাবে না। কোর্টের তত্বাবধানে তদন্ত হচ্ছে।” ক্ষুব্ধ বিচারপতিকে এরপরই বলতে শোনা যায়, “আপনারা তো সেই কোর্টকেই কাঁচকলা দেখাচ্ছেন।”

 

আগামীকাল মঙ্গলবার নিয়োগ মামলায় সিবিআইকে আদালতে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।