কলকাতা – আন্তর্জাতিক অবৈধ কল সেন্টারের হদিস পায় CCW। লেকটাউন থানার অন্তর্গত দক্ষিণ দাড়ি এলাকাতে অবৈধ কলটা সেন্টার চালাতো।
সেখানে হানা দিয়ে ২১ জন কে এরেস্ট করে। তার মধ্যে চারজন মহিলা। তাদের কাছ থেকে ২৯টি কম্পিউটার, ০২টি ল্যাপটপ, ২৩টি মোবাইল ফোন, ০৩টি পেনড্রাইভ, ০২টি রাউটার, ০২টি সুইচ, ২৪টি পোর্ট, ১টি হার্ডডিস্ক উদ্ধার করে এবং ২৬ লক্ষ টাকা উদ্ধার করে CCW।
