কলকাতা – অযোগ্যদের চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক রাজ্য সরকার—এই দাবিকে সামনে রেখেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন চাকরিচ্যুত শিক্ষক সুমন বিশ্বাস। আজই তিনি দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন। তাঁর সঙ্গে রয়েছেন আরেক শিক্ষক ইন্দ্রজিৎ মন্ডল।তাঁদের দাবি, রাজ্য সরকার যেন দ্রুতভাবে প্রকৃতভাবে অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করে, যাতে যোগ্য এবং নির্দোষ চাকরিচ্যুতরা সুবিচার পান। আজ সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার প্রক্রিয়া শুরু করতে চলেছেন তাঁরা।শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় চলাকালীন এই পদক্ষেপ আরও একবার সামনে আনল চাকরিচ্যুতদের ন্যায়ের লড়াইয়ের দৃঢ়তা।
