এবার ভয়ঙ্কর আকার নিয়ে আছড়ে পড়তে চলেছে করোনা

এবার ভয়ঙ্কর আকার নিয়ে আছড়ে পড়তে চলেছে করোনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
আকার

এবার ভয়ঙ্কর আকার নিয়ে আছড়ে পড়তে চলেছে করোনা।   ইউরোপের একাধিক দেশে করোনা সংক্রমণ নতুন করে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে  বিজ্ঞানীদের কপালে। নতুন প্রজাতির এই করোনা ভাইরাস আগের থেকে  অনেক বেশী ভয়াবহ হয়ে উঠতে চলেছে বলে বিজ্ঞানীরা মনে করছেন।  চলতি মাসে ব্রিটেন, রাশিয়া, মস্কোতে হু হু করে বাড়ছে সংক্রমণ।

 

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নতুন করে করোনা সংক্রমণ বেড়েছে, তার পিছনে কাজ করছে করোনার ‘ডেল্টা’ রূপের থেকে বেশি ছোঁয়াচে ‘এওয়াই ডট ফোর ডট টু’ রূপ। ইতিমধ্যেই এই প্রজাতিতে ভারতের ৭ জন আক্রান্ত। উৎসবের মরশুমে ভারতের করোনা গ্রাফ নতুন করে ত্রাস সৃষ্টি করতে শুরু করেছে। এর মাঝেই নয়া ভয়াল ভ্যারিয়েন্ট এসে জুটেছে দেশের অভ্যন্তরে।

 

ইন্দোরে সাত জনের শরীরে এওয়াই ডট ফোর ডট টু প্রজাতির খোঁজ মিলেছে। এঁদের মধ্যে সেনা অফিসার বলে জানা গিয়েছে। সেপ্টেম্বর মাসে তাঁদের নমুনা পরীক্ষা করা হয়। আরও ভয়ের বিষয়, তাঁদের করোনা টিকার দুটি ডোজ নেওয়া ছিল। উপসর্গবিহীন ছিলেন সকলে। বিশেষজ্ঞদের মতে, ডেল্টা প্লাসের তুলনায় এটি অনেক বেশী  ভয়ঙ্কর। এখন থেকেই সতর্ক না হলে পরবর্তীতে মারণ রূপ ধারণ করতে পারে করোনার এই নতুন প্রজাতি।

 

আর ও পড়ুন    প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়

 

বিশেষজ্ঞরা করোনার নতুন এই প্রজাতিকে  ডট ফোর ডট টু-কে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট বলছেন। এই ডেল্টা প্লাসের থাবায় ব্রিটেনে নতুন ৫০ হাজারের উপরে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে ভারতে ইন্দোরের পাশাপাশি মহারাষ্ট্রের ১ শতাংশের নমুনায় এই প্রজাতির খোঁজ মিলেছে।

 

উল্লেখ্য, এবার ভয়ঙ্কর আকার নিয়ে আছড়ে পড়তে চলেছে করোনা।   ইউরোপের একাধিক দেশে করোনা সংক্রমণ নতুন করে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে  বিজ্ঞানীদের কপালে। নতুন প্রজাতির এই করোনা ভাইরাস আগের থেকে  অনেক বেশী ভয়াবহ হয়ে উঠতে চলেছে বলে বিজ্ঞানীরা মনে করছেন।  চলতি মাসে ব্রিটেন, রাশিয়া, মস্কোতে হু হু করে বাড়ছে সংক্রমণ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top