জ্বালানি তেলের দাম কমছে আন্তর্জাতিক বাজারে। সুখবর! আন্তর্জাতিক বাজারে ফের কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। পাশাপাশি কমেছে প্রাকৃতিক গ্যাসের দামও। জানা গেছে, বিগত সপ্তাহে অপরিশোধিত তেল এবং ‘ব্রেন্ট ক্রুড অয়েলের’ দাম কমেছে প্রায় ১%। ‘হিটিং অয়েল’-এর দাম কমেছে প্রায় ২%।
প্রাকৃতিক গ্যাসের দাম কমেছে প্রায়১৩.৫%। বিশ্লেষকরা জানান, ইরানের জ্বালানি তেল সরবরাহ বাড়ানোর সম্ভাবনা দেখা দেয়ায় দুই বাজার আদর্শের দামই কমে যায়। পাশাপাশি, US Federal Reserve মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে সুদের হার বাড়াতে চলেছে। তারপরেই জ্বালানি তেলের বাজার নিম্নমুখী হতে শুরু করেছে। একারনেও তেলের দাম খানিকটা কমেছে বলে মনে করছেন ওয়াকিবহল মহল।
উল্লেখ্য, করোনা পরিস্থিতি স্বাভাবিক হবার সাথে জ্বালানির দাম ক্রমশ উর্দ্ধমুখি হচ্ছিল। গত মাসে জ্বালানি তেলের দাম হয় ব্যারেল প্রতি ৮৫ ডলার।যা নতুন করে রেকর্ড তৈরি করেছে। তবে এবার আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে এই তেলের দাম। গত চার দিনে দাম কমে এখন ব্যারেলপ্রতি তেলের দাম ৮০.৬৯ ডলার। বর্তমানে ব্রেন্ট ক্রুড-এর দাম কমে ব্যারেলপ্রতি হয়েছে ৮২.১৭ ডলার।
এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ভারতের বিভিন্ন রাজ্যে আপাতত পেট্রল ডিজেলের উপর কর প্রত্যাহার করা হয়েছে। ফলে অসম, গোয়া, ত্রিপুরা, উত্তরপ্রদেশ সহ দেশের বেশির ভাগ রাজ্যেই তুলনায় কম দামে পাওয়া যাচ্ছে পেট্রল ডিজেল।
আরও পড়ুন – করোনা পরিস্থিতিতে কি ভাবে হবে পুরীর রথযাত্রা?
উল্লেখ্য, সুখবর! আন্তর্জাতিক বাজারে ফের কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। পাশাপাশি কমেছে প্রাকৃতিক গ্যাসের দামও। জানা গেছে, বিগত সপ্তাহে অপরিশোধিত তেল এবং ‘ব্রেন্ট ক্রুড অয়েলের’ দাম কমেছে প্রায় ১%। ‘হিটিং অয়েল’-এর দাম কমেছে প্রায় ২%।
প্রাকৃতিক গ্যাসের দাম কমেছে প্রায়১৩.৫%। বিশ্লেষকরা জানান, ইরানের জ্বালানি তেল সরবরাহ বাড়ানোর সম্ভাবনা দেখা দেয়ায় দুই বাজার আদর্শের দামই কমে যায়। পাশাপাশি, US Federal Reserve মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে সুদের হার বাড়াতে চলেছে। তারপরেই জ্বালানি তেলের বাজার নিম্নমুখী হতে শুরু করেছে। একারনেও তেলের দাম খানিকটা কমেছে বলে মনে করছেন ওয়াকিবহল মহল।