আফগান সীমান্তে এবার মোতায়েন করা হচ্ছে ‘মানববোমা’!

আফগান সীমান্তে এবার মোতায়েন করা হচ্ছে ‘মানববোমা’!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
আফগান

আফগান সীমান্তে এবার মোতায়েন করা হচ্ছে ‘মানববোমা’! আফগানিস্তানের  সীমান্তে মোতায়েন মানববোমা মোতায়েন করা হচ্ছে! তালিবানের এই বিশেষ বাহিনীর হাতেই তুলে দেওয়া হচ্ছে দেশের সীমান্তের দায়িত্ব। বিশেষ করে তাজিকিস্তান সীমান্ত বরাবর মোতায়েন করা হচ্ছে মনসুর বাহিনীকে। বাদাখশান প্রদেশের গভর্নর মোল্লা নিশার আহমেদ আহমেদি জানিয়েছে, আত্মঘাতী হামলা চালানোর জন্য বিশেষভাবে প্রশিক্ষিত এই দলটি লস্কর-ই-মনসুর বা মনসুর সেনা নামে পরিচিত ।

 

পূর্বের আফগান সরকার এবং মার্কিন সেনাঘাঁটিতে তালিবানি হামলার জন্য ব্যবহার করা হত এদের। বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত এই বাহিনী নিজেদের মানববোমায় পরিণত করতে পারে যে কোনও সময়। এবার বাদাখশান প্রদেশের চিন ও তাজিকিস্তান সীমান্তে মোতায়েন করা হচ্ছে তাদের।

 

মনসুর বাহিনীর প্রশংসা করে মোল্লা নিশার আহমেদ আহমেদি বলে, ‘এই বাহিনী ছাড়া আমেরিকার বিরুদ্ধে জয় সম্ভব ছিল না। বিস্ফোরক ভরতি পোশাক পরে আফগানিস্তানের মার্কিন সেনাঘাঁটিগুলিতে হামলা চালাত তারা। বিস্ফোরণ ঘটিয়ে মার্কিন সেনা এবং তাদের সম্পত্তির ক্ষতি করেছে। এরা ভয়ডরহীন হয়ে ঈশ্বরের জন্য লড়াই করে।’ চিন ও তাজিকিস্তান সীমান্তে এই বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত তাত্‍পর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

 

আর ও  পড়ুন    ভবানীপুরে ভোটে জয়লাভ করার পর কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

 

উল্লেখ্য, আফগান  সীমান্তে শুধু মনসুর বাহিনী-ই নয়। মোতায়েন করা হচ্ছে বদরি-৩১৩ বাহিনীও। মাথায় ‘ব্যালিস্টিক হেলমেট’, ‘ক্যামোফ্লাজ ব্যাটেল ফেটিগ’ আর ‘বুলেটপ্রুফ ভেস্ট’ পরিহিত এই বাহিনী বিশেষ ভাবে প্রশিক্ষিত বলে দাবি করে তালিবান। তাদের হাতে রয়েছে কাবুল বিমানবন্দরের দায়িত্বও।

 

গত আগস্টমাসে  আফগানিস্তান  দখল করেছিল তালিবান। সেদেশ ছেড়ে চলে গিয়েছে ন্যাটো ও মার্কিন সেনা। শুরু হয়েছে এক অন্ধকার যুগ। কিন্তু দিন কয়েক আগেই মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তরের সচিব জন কার্বি জানিয়েছেন, আমেরিকার অধিকার রয়েছে আফগানিস্তানে ফের ড্রোন হামলা চালানোর। তাঁর এহেন মন্তব্য থেকেই জোরাল হয়েছে গুঞ্জন।

 

উল্লেখ্য,  আফগানিস্তানের  সীমান্তে মোতায়েন মানববোমা মোতায়েন করা হচ্ছে! তালিবানের এই বিশেষ বাহিনীর হাতেই তুলে দেওয়া হচ্ছে দেশের সীমান্তের দায়িত্ব। বিশেষ করে তাজিকিস্তান সীমান্ত বরাবর মোতায়েন করা হচ্ছে মনসুর বাহিনীকে।

 

বাদাখশান প্রদেশের গভর্নর মোল্লা নিশার আহমেদ আহমেদি জানিয়েছে, আত্মঘাতী হামলা চালানোর জন্য বিশেষভাবে প্রশিক্ষিত এই দলটি লস্কর-ই-মনসুর বা মনসুর সেনা নামে পরিচিত ।  পূর্বের আফগান সরকার এবং মার্কিন সেনাঘাঁটিতে তালিবানি হামলার জন্য ব্যবহার করা হত এদের। বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত এই বাহিনী নিজেদের মানববোমায় পরিণত করতে পারে যে কোনও সময়। এবার বাদাখশান প্রদেশের চিন ও তাজিকিস্তান সীমান্তে মোতায়েন করা হচ্ছে তাদের।

 

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top