খেলা – ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক হলেন শুভমন গিল। রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের পর ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে প্রথমবার দলের নেতৃত্ব দিতে চলেছেন তিনি। প্রথম সাংবাদিক সম্মেলনে শুভমন জানিয়েছেন, অভিজ্ঞ ক্রিকেটারদের অভাব অনুভূত হলেও দলের বর্তমান ব্যাটিং ও বোলিং লাইনআপে অভিজ্ঞতা ও তারুণ্যের সুন্দর সমন্বয় রয়েছে।
তিনি জানান, ওপেনিং জুটি ও চার নম্বর ব্যাটিং পজিশন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রস্তুতি শিবির ও প্র্যাকটিস ম্যাচের পরই তা ঠিক হবে। নিজের অধিনায়কত্ব নিয়ে শুভমন বলেন, দলের প্রতিটি খেলোয়াড়ের শক্তি-দুর্বলতা বুঝে তাদের পাশে দাঁড়ানোই হবে তাঁর মূল দায়িত্ব।
এদিকে অশ্বিনের অবসরের পর বুমরাহর খেলা নিয়ে অনিশ্চয়তা থাকায় দলের চ্যালেঞ্জ আরও বেড়েছে। তবুও আত্মবিশ্বাসী শুভমন গিল জানিয়ে দিয়েছেন, তিনি ভবিষ্যতের জন্য প্রস্তুত।
