কলকাতা – সোমবার সন্ধ্যায় কলকাতার হেস্টিংস, ময়দান, ভবানীপুর, রেড রোড, দ্বিতীয় হুগলি সেতু এবং রবীন্দ্র সদনের আকাশে একাধিক ড্রোন সদৃশ উড়ন্ত বস্তু দেখা যাওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, অন্তত ৬-৭টি বস্তু প্রায় ২৫ মিনিট ধরে আকাশে ঘোরাফেরা করে, যাদের গতি ও ব্যাটারি ক্ষমতা সাধারণ ড্রোনের তুলনায় বেশি বলে মনে হয়েছে।তবে এই বস্তুগুলি সত্যিই ড্রোন কি না, তা এখনও নিশ্চিত করতে পারেনি প্রশাসন। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে, ওই সময় কোনও অনুমোদিত ড্রোন ওড়ানোর ছাড়পত্র দেওয়া হয়নি। এরইমধ্যে সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড ও কলকাতা পুলিশ যৌথভাবে তদন্তে নেমেছে। তারা ঘটনার ছবি ও ভিডিও সংগ্রহ করে বিশ্লেষণ শুরু করেছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, যেসব অঞ্চলে এই বস্তুগুলি দেখা গেছে, তার অনেকটাই ‘নো ফ্লাই জোন’ হিসেবে চিহ্নিত, যেখানে স্বরাষ্ট্র মন্ত্রকের কড়া নজরদারি থাকে। বিশেষ করে হেস্টিংস এলাকায় কোনও অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো সম্পূর্ণ বেআইনি।সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ধরনের অজানা ও অনুমতিবিহীন উড়ন্ত বস্তু বড় ধরনের নিরাপত্তা হুমকির ইঙ্গিত দিচ্ছে বলেই মত সংশ্লিষ্ট মহলের। প্রশাসনের তরফে জানানো হয়েছে, তারা সর্বোচ্চ সতর্কতায় তদন্ত চালাচ্ছে এবং যেকোনও ধরনের বিপদের সম্ভাবনা রুখতে সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে।
