কান চলচ্চিত্র উৎসবে মোদীর ছবি-খচিত নেকলেস পরে নজর কাড়লেন অভিনেত্রী রুচি গুজ্জর

কান চলচ্চিত্র উৎসবে মোদীর ছবি-খচিত নেকলেস পরে নজর কাড়লেন অভিনেত্রী রুচি গুজ্জর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় চমক দিলেন হরিয়ানার অভিনেত্রী রুচি গুজ্জর। রাজস্থানি পোশাকে সজ্জিত রুচির গলায় ছিল একটি বিশেষ নেকলেস—যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখচ্ছবি খোদাই করা। আর তা নিয়েই শুরু হয়েছে নেটদুনিয়ায় জোর শোরগোল।সোনালি রঙের লেহেঙ্গা, সুতো ও কাচের কারুকাজে নির্মিত পোশাকের সঙ্গে মানানসই বাঁধনির ওড়না—সবই ছিল নজরকাড়া। তবে সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে নজর কাড়ে মোদীর ছবি-সংবলিত সেই নেকলেস। অভিনেত্রী নিজেই জানিয়েছেন, দেশের প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতেই এই বিশেষ অলঙ্কার ধারণ করেছেন তিনি। তাঁর মতে, “নরেন্দ্র মোদী ভারতের ভাবমূর্তিকে আন্তর্জাতিক মঞ্চে নতুন রূপ দিয়েছেন। তাই তাঁকে সম্মান জানাতে এর চেয়ে বড় মঞ্চ আর কী হতে পারে!”২০২৩ সালে ‘মিস হরিয়ানা’ খেতাব জয় করা রুচি পেশায় একজন মডেল ও অভিনেত্রী। জয়পুরের মহারানি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি নিজের কেরিয়ারের লক্ষ্যে পাড়ি দেন মুম্বইয়ে। ইতিমধ্যেই একাধিক মিউজিক ভিডিওতে কাজ করে জনপ্রিয়তাও অর্জন করেছেন।তবে এই যাত্রাপথ সহজ ছিল না। রাজস্থানের একটি গুজ্জর পরিবারে জন্ম নেওয়া রুচিকে সমাজের বাধা অতিক্রম করেই এগোতে হয়েছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার সমাজে মেয়েদের গ্ল্যামার দুনিয়ায় কাজ করা সহজে মেনে নেওয়া হয় না। একমাত্র আমার বাবা আমায় শুরু থেকে সমর্থন করেছেন।”রুচির কণ্ঠে কৃতজ্ঞতা ও গর্ব মিলেমিশে—নিজের পরিবার, সমাজ ও দেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। কান-এর মঞ্চে তাঁর এই ব্যতিক্রমী উপস্থিতি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top