কুকুরের ভয়ে তিনতলায় গরু! পুণেতে দমকলের ক্রেন অভিযান

কুকুরের ভয়ে তিনতলায় গরু! পুণেতে দমকলের ক্রেন অভিযান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



ভাইরাল – অদ্ভুত এক ঘটনার সাক্ষী থাকল পুণে শহর। কুকুরের তাড়া খেয়ে আতঙ্কিত একটি গরু সোজা উঠে গেল একটি পুরনো বাড়ির তিনতলার বারান্দায়! রবিবার ভোরে এই বিরল ঘটনাটি ঘটেছে পেঠ এলাকায়।প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল ৬টা নাগাদ গরুটি কুকুরের ভয়ে প্রাণপণে দৌড়তে দৌড়তে একটি পুরনো বাড়ির ভিতরে ঢুকে পড়ে এবং সরু কাঠের সিঁড়ি বেয়ে তিনতলায় উঠে যায়। পরিস্থিতি দেখে হতবাক হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। গরুটিকে নিরাপদে নামানোর উপায় না পেয়ে অবশেষে খবর দেওয়া হয় দমকলে।দমকলকর্মীরা সিঁড়ি দিয়ে গরুটিকে নামাতে না পেরে ক্রেনের ব্যবস্থা করেন। একাধিক সুরক্ষা বেল্টে গরুটিকে বেঁধে ধীরে ধীরে বারান্দা থেকে নামানো হয়। গরুটি কিছুটা আতঙ্কিত হয়ে ছটফট করলেও শেষমেশ সফলভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়।এই রোমাঞ্চকর উদ্ধারের ভিডিও ‘পুণে ফার্স্ট’ নামের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডলে শেয়ার করা হলে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সমাজমাধ্যমে বহু মানুষ ভিডিওটি দেখে প্রশংসা করেছেন দমকলের দ্রুত পদক্ষেপের জন্য।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top