কুকুর নাকি নেকড়ে? দাম ৫০ কোটি টাকা, ক্যাডাবম্ব ওকামির নাম শুনেছেন?

কুকুর নাকি নেকড়ে? দাম ৫০ কোটি টাকা, ক্যাডাবম্ব ওকামির নাম শুনেছেন?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ভাইরাল – সারমেয় প্রেম অনেকেরই থাকে। শুধু ভালোবাসা নয়, কুকুর নিয়ে নানা রকমের শখও থাকে অনেকের। পোষ্যের জন্য জন্মদিন পালন থেকে শুরু করে নানা দামী উপহারও আনেন অনেকে। কিন্তু পছন্দের পোষ্য কেনার জন্য কয়েক কোটি টাকা খরচ? এমনটা খুব একটা দেখা যায় না। কিন্তু ঠিক এই কাজটিই করেছেন বেঙ্গালুরুর এক ডগ ব্রিডার। প্রায় সাড়ে চার মিলিয়ন আমেরিকান ডলার অর্থার ভারতীয় মুদ্রায় কমবেশি ৫০ কোটি টাকা খরচ করে পছন্দের প্রজাতির কুকুর কিনেছেন বেঙ্গালুরুর ওই ডগ ব্রিডার এস সতীশ।



সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৫০ কোটি টাকা দামের ওই কুকুরটি আদতে উলফডগ (Wolfdog), তার নাম ক্যাডাবম্ব ওকামি। বন্য নেকড়ে এবং ককেশিয়ান শেপার্ড প্রজাতির সংমিশ্রণ এই কুকুরটি। এটিই নাকি বিশ্বের সবচেয়ে দামি কুকুর। ককেশিয়ান শেপার্ড মূলত জর্জিয়া ও রাশিয়ার ঠান্ডা এলাকার কুকুরের প্রজাতি। মূলত গবাদি পশুদের হিংস্র জন্তুদের থেকে পাহারা দিতে ব্যবহার করা হয় এই প্রজাতির কুকুরকে।এস সতীশ গত ফেব্রুয়ারিতে এক দালালের মাধ্যমে এই কুকুরটি কিনেছেন। দি সান-এর প্রতিবেদন অনুযায়ী, ওকামি বিরল প্রজাতির কুকুর। মাত্র আট মাস বয়সের এই কুকুরটি ওজন এখন ৭৫ কেজি।



সংবাদমাধ্যমকে সতীশ জানিয়েছেন, বিরল প্রজাতির এই কুকুরটি একেবারে নেকড়ের মতো দেখতে। এর আগে গোটা বিশ্বের এই ধরনের কুকুর বেচাকেনা হয়নি। তিনি জানিয়েছেন, আমেরিকায় এই কুকুরটি ব্রিড করা হয়েছে। ভারতের এই ধরনের বিরল প্রজাতির কুকুর আনার জন্যই এটি কিনেছেন বলে জানিয়েছেন এস সতীশ।



এস সতীশ ডগ ব্রিডার। তবে দামী কুকুরের শো করিয়েও বিপুল উপার্জন করেন বলে জানিয়েছেন তিনি। ইন্ডিয়া টুডের প্রতিবেদন সূত্রের খবর, মাত্র ৩০ মিনিটের শোয়ের জন্য আড়াই লক্ষ টাকা নেন তিনি। আর পাঁচ ঘণ্টার ইভেন্টের জন্য ১০ লক্ষ টাকা তাঁর পারিশ্রমিক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top