এক হাজার কিলোর মিষ্টি কুমড়ো দেখেছেন ! অবাস্তব মনে হলেও সত্যি

এক হাজার কিলোর মিষ্টি কুমড়ো দেখেছেন ! অবাস্তব মনে হলেও সত্যি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
কুমড়ো

এক হাজার কিলোর মিষ্টি কুমড়ো দেখেছেন ! অবাস্তব মনে হলেও সত্যি।  কোনও দিন এক হাজার কিলোর মিষ্টি কুমড়ো দেখেছেন ! আপনি ভাবছেন যে ১ হাজার কেজির একটি মিষ্টি কুমড়ো কীভাবে হতে পারে। এটি সম্পূর্ণ সত্যি এবং এই মিষ্টি কুমড়ার ওজন এতটাই বেশি যে কয়েকজন মিলে ঠেলাঠেলি করে সরাতে পারেননি।

 

শেষমেষ সেই মিষ্টি কুমড়া সরাতে হয় ক্রেন নিয়ে এসে। আসলে ৫৭ তম ওয়ার্নসবিলে বার্ষিক কুমড়া মহোৎসব শুরু হয়েছে আমেরিকার ওহিওতে। তার মধ্যে এসে হাজির হয় এই স্বয়ং সবচেয়ে ওজনদার কুমড়ো।

 

সেখানে সবাই এই এত বড় ঢাউস কুমড়ো দেখে হকচকিয়ে যান। সেখানকার ডিলনওয়ালে-র বাসিন্দা জেফ থিল মিষ্টি কুমড়া নিয়ে এসে ২ হাজার ১৯৫ পাউন্ডের দাঁড়িপাল্লা ভেঙে ফেলেন এবং নতুন রেকর্ড তৈরি করেন। তিনি নিজের জিতের সম্পূর্ণ কৃতিত্ব এক বন্ধুকে দিয়েছেন।

 

তিনি বলেন, তাঁকে এক বন্ধু এই কুমড়োর বীজ দিয়েছিল। তাঁর সাহায্যে তিনি এই প্রতিযোগিতা জিততে সফল হয়েছেন। জেফ থিল তিনি জানিয়েছেন, আমি একজন যুবকের কাছ থেকে এর বীজ পেয়েছিলাম।

 

আর ও  পড়ুন    রাতের মধ্যেই কলিঙ্গপত্তনমের উপর ঘুর্নিঝড় গুলাব আছড়ে পড়বে, ভাসবে বাংলাও

 

যে আমাকে সে বীজ দিয়েছিল সে নিজে ক্যান্সারে মারা গিয়েছেন। আমি তার স্ত্রী কে ইমেইল করে যখন জিজ্ঞাসা করতে চাই তারা কেমন আছেন, তখনই আমাকে তাঁর স্ত্রী জানান যে তার মৃত্যু হয়েছে। এই মেলা সন্ধ্যায় শুরু হয়ে এবং চলে এক দিন ধরে।

 

এটা অনেকটা নিকোলাস হর্সবার্গের নার্সারি রাইমসের মতো। আমাদের আশপাশে ১৫-২০-২৫ কেজির কুমড়োকে আমরা বড় বলে মনে করি। সেখানে এক হাজার কেজির কুমড়ো, অনেকটা স্বপ্নের মতো মনে হওয়াই স্বাভাবিক।

 

উল্লেখ্য,কোনও দিন এক হাজার কিলোর মিষ্টি কুমড়ো দেখেছেন ! আপনি ভাবছেন যে ১ হাজার কেজির একটি মিষ্টি কুমড়ো কীভাবে হতে পারে। এটি সম্পূর্ণ সত্যি এবং এই মিষ্টি কুমড়ার ওজন এতটাই বেশি যে কয়েকজন মিলে ঠেলাঠেলি করে সরাতে পারেননি।শেষমেষ সেই মিষ্টি কুমড়া সরাতে হয় ক্রেন নিয়ে এসে। আসলে ৫৭ তম ওয়ার্নসবিলে বার্ষিক কুমড়া মহোৎসব শুরু হয়েছে আমেরিকার ওহিওতে।

 

তার মধ্যে এসে হাজির হয় এই স্বয়ং সবচেয়ে ওজনদার কুমড়ো।সেখানে সবাই এই এত বড় ঢাউস কুমড়ো দেখে হকচকিয়ে যান। সেখানকার ডিলনওয়ালে-র বাসিন্দা জেফ থিল মিষ্টি কুমড়া নিয়ে এসে ২ হাজার ১৯৫ পাউন্ডের দাঁড়িপাল্লা ভেঙে ফেলেন এবং নতুন রেকর্ড তৈরি করেন। তিনি নিজের জিতের সম্পূর্ণ কৃতিত্ব এক বন্ধুকে দিয়েছেন।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top