কেরালায় পুরনো বিবাদের রেশে ডোমকলে বোমাবাজি, দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি, গ্রেপ্তার ২

কেরালায় পুরনো বিবাদের রেশে ডোমকলে বোমাবাজি, দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি, গ্রেপ্তার ২

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



মুর্শিদাবাদ -পুরনো পারিবারিক বিবাদের জেরে রক্তগরম পরিস্থিতি। কেরালায় বছর শুরুর এক মারপিটের ঘটনার প্রতিশোধ নিতে গিয়ে রবিবার গভীর রাতে রণক্ষেত্র হয়ে উঠল মুর্শিদাবাদের ডোমকল থানার অন্তর্গত অম্বরপুর চক পশ্চিমপাড়া গ্রাম। অভিযোগ, দু’পক্ষের মধ্যে লাগাতার বোমাবাজির ফলে এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনায় অন্তত দু’জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। গ্রেপ্তার করা হয়েছে দুই অভিযুক্তকে।

পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তার ব্যক্তিদের নাম গজলু শেখ ও রফিকুল শেখ। তাদের বিরুদ্ধে বোমাবাজিতে যুক্ত থাকার অভিযোগে মামলা রুজু হয়েছে। সোমবার দু’জনকে আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে জানিয়েছে ডোমকল থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই বিবাদের সূত্রপাত কেরালায়। ওই রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন অম্বরপুর চক পশ্চিমপাড়ার দুই বাসিন্দা—শাহিন শেখ ও জানারুল শেখ। অভিযোগ, গত জানুয়ারিতে কেরালায় কাজের সূত্রে থাকাকালীন এক পারিবারিক বিবাদে জানারুলকে মারধর করেন শাহিন।

সেই ঘটনার প্রতিশোধ নিতে সম্প্রতি ঈদের ছুটিতে বাড়ি ফেরা জানারুল শেখ ও তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্য রবিবার গভীর রাতে শাহিন শেখের বাড়িতে বোমাবাজি শুরু করেন বলে অভিযোগ। পাল্টা প্রতিক্রিয়া জানাতে শাহিনের পরিবার থেকেও বোমাবাজি হয়। একের পর এক বিস্ফোরণে গোটা গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালীন বেশ কিছু বাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার বিশাল পুলিশ বাহিনী। বহু চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সোমবার সকালে পুলিশ সংঘর্ষের এলাকা থেকে একাধিক তাজা বোমা উদ্ধার করেছে বলে জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে কোনও উত্তেজনা না ছড়ায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top