বাংলাদেশে দুর্গাপুজোর মণ্ডপে কোরান রেখেছিল কে?‌

বাংলাদেশে দুর্গাপুজোর মণ্ডপে কোরান রেখেছিল কে?‌

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
কোরান

বাংলাদেশে দুর্গাপুজোর মণ্ডপে কোরান রেখেছিল কে?‌  দুর্গাপুজোর সময়   বাংলাদেশে ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কোরানের অবমাননার অভিযোগ উঠেছিল। তার জেরেই যাবতীয় অশান্তি ও হিংসার সূত্রপাত। ভাঙ্গচুর করা হয় পুজো মন্ডব, হিন্দুদের বাড়িঘরে ভাঙ্গচুর, অগ্নিসংযোগ চলে। মৃত্যু হয় বেশ কয়েকজনের। কিন্ত সবথেকে বড় প্রশ্ন দাড়িয়েছিলো,  দুর্গাপুজোর মণ্ডপে কোরান রেখেছিল কে?‌ সিসিটিভি ফুটেজ দেখে এবার সেই অভিযুক্তকে চিহ্নিত করল বাংলাদেশ পুলিশ।

 

ফেসবুকে পোস্ট করে সেই অভিযুক্তের পরিচয় জানিয়েছে বাংলাদেশ পুলিশ। কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ জানিয়েছেন, ‘‌লোকটির নাম ইকবাল হোসেন (৩৫)। বাবার নাম নুর আহমেদ আলম। বাড়ি কুমিল্লা শহরের সুজানগরে।’‌ যদিও তার খোঁজ চলছে কিনা বা সে গ্রেপ্তার হয়েছে কিনা, তা নিয়ে পুলিশের তরফে এখনও কোনও তথ্য দেওয়া হয়নি।

 

এদিকে ইকবালের মা আমিনা বেগম জানিয়েছেন, তার ছেলে মাদকাসক্ত। তার মানসিক সমস্যাও রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  ইকবাল ভবঘুরে। তবে তার সঙ্গে কোনও রাজনৈতিক দল কিংবা অন্য কোনও গোষ্ঠীর কোনও সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

 

বাংলাদেশ পুলিশের তরফে জানানো হয়েছিল, কোরান শরিফের অসম্মান করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট ছড়িয়ে পড়েছিল। এরপর অষ্টমীর রাতে বাংলাদেশের একাধিক পুজোমণ্ডপে ভাঙচুর শুরু হয়। এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তারির নির্দেশ দেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরই তৎপর হয় বাংলাদেশের  পুলিশ ও গোয়েন্দারা।

 

আর ও পড়ুন    আফগানিস্তানে মহিলা ভলিবল খেলোয়াড়ের শিরোচ্ছেদ করলো তালিবানরা 

 

কুমিল্লার নানুয়া দীঘিরপাড় মণ্ডপে কোরান রাখা নিয়ে সমস্যার সূত্রপাত হয় বলে মনে করছিল পুলিশ। তাই সেই মণ্ডপ সংলগ্ন সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে তারা। তাতেই মিলল অভিযুক্তের খোঁজ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা গিয়েছে, সপ্তমীর রাতে কুমিল্লা শহরের নানুয়া দীঘি এলাকার একটি মাজার থেকে কোরান হাতে এক ব্যক্তি বের হয়। কিছুক্ষণ পর তাঁকে নানুয়াদিঘীর পাড়ে দেখা যায়। তখন আর তার হাতে বইটি দেখা যায়নি। বরং তার হাতে ছিল হনুমানজির গদা। ছবিগুলি বিশ্লেষণ করে ইকবালকে শনাক্ত করেছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top