গড়িয়ায় দম্পতির রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

গড়িয়ায় দম্পতির রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দক্ষিণ 24 পরগনা- শহরে ফের অস্বাভাবিক মৃত্যু দম্পতির। গড়িয়ায় নরেন্দ্রপুরের আদর্শনগরে একটি বাড়ি থেকে উদ্ধার হল এক দম্পতির দেহ। মৃতদের নাম তরুণ দাস (৪৫) এবং তাঁর স্ত্রী আশা দাস (৩৫)। বৃহস্পতিবার দেহগুলিকে উদ্ধার করে পুলিশ। দেহগুলিকে ময়ানতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, নরেন্দ্রপুর থানা এলাকায় গুরুপদ মণ্ডলের বাড়িতে গত ছয় মাস ধরে ভাড়া থাকছিলেন তরুণ এবং আশা। দু’জনেই কর্মরত ছিলেন। তাঁদের এক ছেলে ও এক মেয়েও রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে কাজ থেকে ফেরার পরেও সব কিছু স্বাভাবিক ছিল। প্রতিবেশীদের সঙ্গে খোশমেজাজে গল্পও করেন দু’জনে। বৃহস্পতিবার সকালে তরণের ভাগ্নে তাঁদের ডাকতে গিয়ে সাড়া পায়নি। জানালা দিয়ে উঁকি মারতেই দেখতে পায় গামছা দিয়ে ফ্যানের থেকে ঝুলন্ত অবস্থায় রয়েছে মামার দেহ। আশার দেহ খাটে শোয়ানো অবস্থায় ছিল। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহগুলিকে উদ্ধার করে। দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।



পুলিশ আরও জানিয়েছে, মহিলার গলায় ক্ষতচিহ্ন রয়েছে। গালেও রক্তের দাগ মিলেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন তরুণ। কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ। তবে স্থানীয় সূত্রে খবর, মাদকাসক্তির কারণে তরুণের সঙ্গে তাঁর স্ত্রীর বহুদিন ধরেই ঝামেলা চলছিল। পুলিশ খতিয়ে দেখছে এই ঘটনার মূল রহস্য কী। আদৌ স্ত্রীকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি, না কি এর নেপথ্যে অন্য কোনও রহস্য তা খতিয়ে দেখা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top