চাঁদে পরমানু বিস্ফোরণ ঘটাতে চেয়েছিল আমেরিকা! উঠে এল চাঞ্চল্যকর তথ্য। চাঁদ নিয়ে কমবেশি উন্নত প্রযুক্তি যুক্ত সব দেশই গবেষণা চালিয়েছে। আর সেই গবেষণা রীতিমত চাঁদে বিস্ফোরণ ঘটানোর মতো জায়গায় পৌঁছাতে চলেছিল। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য বলছে কিছু গোয়েন্দা নথি। যেখানে বলা হয়েছে, Advanced Aerospace Threat Identification Program (AATIP) নামে একটি কর্মসূচিতে চাঁদকে নিয়ে গবেষণার কথা ভেবেছিল মার্কিন সরকার। আর সেই লিস্টেই ছিল পারমাণবিক বিস্ফোরণ।
শুধু তাই নয় দাবি অনুযায়ী আমেরিকা নাকি চাঁদে একটি টানেল তৈরি করার পরিকল্পনা করেছিল। এই টানেলটি তৈরি করতে চেয়েছিল পরমাণু বিস্ফোরণ ব্যবহার করে। ওই নথি অনুযায়ী, আমেরিকা চাঁদের উন্নত পর্যায়ের পরীক্ষা করার নানান পরিকল্পনা করছে যার মধ্যে রয়েছে দৃশ্যমানতা ক্লোকস, অ্যান্টিগ্রাভিটি ডিভাইস, ট্রাভার্সেবল ওয়ার্মহোল, পারমাণবিক বিস্ফোরণ প্রভৃতি। আর এইসব ব্যবহার করেই আমেরিকা চাঁদে টানেল তৈরি করেছে। পাশাপাশি ওই তথ্য এও দাবি করে যে, এখন আপাতত বন্ধ করা হয়েছে ওই AATIP কর্মসূচি।
উল্লেখ্য, ভারতের মত আমেরিকাতেও প্রযোজ্য Right to Information act অনুযায়ী আবেদন জানালে সংশ্লিষ্ট পক্ষ বিভিন্ন তথ্য সরবরাহ করতে বাধ্য থাকে। আর এই আইনকে হাতিয়ার করেই সংশ্লিষ্ট দফতর গোপন তথ্য বের করে।
সবমিলিয়ে AATIP এর প্রায় ১৬০০ পাতার একটি গবেষণা পত্রে রয়েছে নানা চমকপ্রদ বিবরণ। আসলে সংশ্লিষ্ট সংস্থা গোপনে তার গবেষণা চালিয়েছে। তার এই নথি প্রকাশ্যে আসতে এই সংস্থার প্রাক্তন পরিচালক পেন্টাগন পদত্যাগ করেছেন।
আর ও পড়ুন সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে পারিবারিক বিবাদের জেরে দাদার হাতে খুন ভাই
উল্লেখ্য, চাঁদ নিয়ে কমবেশি উন্নত প্রযুক্তি যুক্ত সব দেশই গবেষণা চালিয়েছে। আর সেই গবেষণা রীতিমত চাঁদে বিস্ফোরণ ঘটানোর মতো জায়গায় পৌঁছাতে চলেছিল। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য বলছে কিছু গোয়েন্দা নথি। যেখানে বলা হয়েছে, Advanced Aerospace Threat Identification Program (AATIP) নামে একটি কর্মসূচিতে চাঁদকে নিয়ে গবেষণার কথা ভেবেছিল মার্কিন সরকার। আর সেই লিস্টেই ছিল পারমাণবিক বিস্ফোরণ।