নদীয়া – ভেষজ আবির কেনার ঝোঁক নদীয়া জুড়ে। বসন্ত কে স্বাগত জানাতে রঙবেরঙের ভেষজ রং এবং আবির কিনতে দোকানে ভিড় ক্রেতাদের।
আগামীকাল হোলি উৎসব। তার আগে রঙের বাজারে ভেষজ রঙের চাহিদা তুঙ্গে। বাজারে এখন প্রচুর রং এবং আবিরের ছড়াছড়ি। তবে নদীয়ার রঙের বাজারে ভেষজ আবির কেনার চাহিদা তুঙ্গে।
শুধু আবির নয় ভেষজ রং ও দেদার বিকচ্ছে বাজারে। তবে এবারে আবির কেনার দিকেই ঝোঁক দিচ্ছেন ক্রেতারা। তবে অপরদিকে বিক্রেতারাও এখন ভেষজ রং, পিছাকারী কিনতে ভিড় জমাচ্ছে দোকানে।
