দেশ – ভারতীয় রাজনীতির কিংবদন্তী নেতা জ্যোতি বসুর জীবনী এবার ধরা পড়বে বড় পর্দায়। একটানা তেইশ বছর বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী এই নেতার বায়োপিক তৈরির পরিকল্পনা নিয়েছে সিপিএম। জানা গেছে, সম্পূর্ণ পার্টি ফান্ডেই তৈরি হবে এই ছবিটি।
জ্যোতি বসু রিসার্চ সেন্টারের ব্যানারে এই বায়োপিক নির্মিত হবে। সিপিএম সূত্রে খবর, ইতিমধ্যেই অভিনেতা নাসিরুদ্দিন শাহ-সহ বেশ কয়েকজন অভিনেতার সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে এখনও জ্যোতি বসুর চরিত্রে কাকে দেখা যাবে, তা চূড়ান্ত হয়নি।
চলতি বছরের শেষদিকে বা আগামী বছরের শুরু থেকে শুরু হতে পারে ছবির প্রিপ্রোডাকশনের কাজ। আলিমুদ্দিন স্ট্রিট সূত্রে জানা গেছে, কলকাতা ও মুম্বইয়ের বেশ কয়েকজন পরিচালকের সঙ্গেও আলোচনা চালানো হয়েছে।
সিপিএম নেতা রবিন দেব জানিয়েছেন, “জ্যোতি বসু এমন অনেক কাজ করে গিয়েছেন যা আজও অনেকের অজানা। এই বায়োপিকের মাধ্যমে সেই সমস্ত দিকই তুলে ধরা হবে।” সিনেমাটিতে তাঁর রাজনৈতিক জীবন, ঐতিহাসিক ‘প্রধানমন্ত্রী না হওয়ার’ অধ্যায় এবং বামপন্থী রাজনীতির উত্থান-পতনের ঘটনাপ্রবাহ তুলে ধরা হবে বলেই জানা গেছে।
