বিনোদন – প্রতি বছর জন্মদিনের দিনটা পরিবারের সঙ্গেই কাটান টলিউডের জনপ্রিয় নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। স্বামী রাজ চক্রবর্তী ও সন্তানদের সঙ্গে এই বিশেষ দিনটি উদযাপন করাই তাঁর প্রিয় রীতি। তবে এবারের জন্মদিনটা ছিল একটু অন্যরকম। ব্যস্ত শ্যুটিংয়ের সূচির কারণে কলকাতা থেকে বহু দূরে, ঝাড়খণ্ডের দুমকায় ছিলেন শুভশ্রী। সেখানে কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি ‘ওয়েটিং রুম’-এর শ্যুটিং চলছে।
তবে দূরত্ব জন্মদিনের আনন্দ কমাতে পারেনি। প্রিয় নায়িকাকে সারপ্রাইজ দিতে স্বামী রাজ চক্রবর্তী পৌঁছে গেলেন শ্যুটিং সেটে, সঙ্গে ছেলে ইউভান। কাজের পর হোটেলের ঘরেই আয়োজন হল ঘরোয়া জন্মদিন উদযাপন। রাজ ও ইউভান এনেছিলেন সাদা রঙের কেক ও ফুলের তোড়া। শুভশ্রী কেক কাটলেন ছেলেকে কোলে নিয়েই। প্রথমে স্বামী রাজ, তারপর ছোট্ট ইউভানকে কেক খাইয়ে হাসিতে ভরে উঠল অভিনেত্রীর মুখ।
রাজের শেয়ার করা ভিডিয়োয় দেখা গিয়েছে, গোলাপি ফুলস্লিভ টি-শার্ট ও জিনস পরা মেকআপবিহীন শুভশ্রীকে লাগছিল একেবারে স্নিগ্ধ ও প্রাকৃতিক। ইউভানের হাতে ছিল মায়ের জন্য বানানো একটি বিশেষ কার্ডও। যদিও ছোট মেয়ে ইয়ালিনি ছিলেন না সঙ্গে, শুভশ্রী জানিয়েছেন— তাঁর অভাবটুকু ভীষণভাবে অনুভব করেছেন।
এই বছর শুভশ্রীর কর্মব্যস্ততা তুঙ্গে— ‘গৃহপ্রবেশ’ ও ‘ধূমকেতু’ ছবির সাফল্যের পর এখন অপেক্ষায় নতুন সিরিজ ‘অনুসন্ধান’-এর মুক্তি। একের পর এক সাফল্যের মাঝে এই জন্মদিনের সারপ্রাইজ যেন নায়িকার মুখে আরও উজ্জ্বল হাসি এনে দিয়েছে। কলকাতায় ফিরে যে এক গ্র্যান্ড সেলিব্রেশন অপেক্ষা করছে, তা বলাই বাহুল্য।




















