“আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়,”ডায়েরিতে নিজের হাতে স্বীকারোক্তি লিখে শান্তিপুরে আত্মঘাতী যুবক! শান্তিপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক যুবক। তার আগেই লিখে গেল স্বীকারোক্তি। সূত্রের খবর,শান্তিপুর বেড়পাড়া এলাকায় গতকাল রাতে বাবা মায়ের সাথে খাওয়া-দাওয়া করে নিজের ঘরে শুতে চলে যায় আসিফ ইকবাল।তার বয়স আঠাশ।কিন্তু সকালে ঘুম থেকে উঠে যুবক আসিফকে যখন তার মা ডাকতে থাকে তখন তিনি কোন সাড়াশব্দ পান না।
তারপর ঘরের দরজা খুলতেই ঘরের ভেতর আসিফকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। একই সাথে প্রবল কষ্ট ও হতবাক হয়ে গয়ে তার বৃদ্ধ বাবা-মা কান্নায় ভেঙ্গে পড়েন। এরপর এলাকারই লোকজন শান্তিপুর থানায় খবর দিলে পুলিশ এসে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় বলে জানা গিয়েছে।অন্যদিকে, পরিবার সূত্রে জানা যায়, ওই যুবক একটি প্রাইভেট কোম্পানীতে কর্মরত ছিল।
আর ও পড়ুন তোলা না দেওয়ায় ব্যবসায়ীদের ওপর দুষ্কৃতী হামলা
এলাকায় তার খুব ভালোই পরিচিত ছিল। সোমবার রাতে আত্মহত্যার আগে সে একটি ডায়েরিতে নিজের হাতে অনেক কিছু লিখে যায়। অন্যদিকে, ডাইরির নিচে যুবকের নিজের হাতে লেখা ছিল,”আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।” অন্যদিকে,পরিবার থেকে শুরু করে স্থানীয়দের দাবি, “রাতে মোবাইল ফোনের মাধ্যমে ওই যুবকের সাথে কিছু একটা ঘটনা ঘটেছে, যার কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে যুবক আসিফ ইকবাল।”
যদিও যুবকের ডায়েরিতে লেখা চিঠি পরিবারের পক্ষ থেকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। কিন্তু ঠিক ডায়েরিতে কি লেখা আছে তা সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করতে নারাজ হন তার পরিবার। এরপরই যুবকের মৃত্যু রহস্য দানা বেঁধে উঠেছে।কি কারণ এই ঘটনার পিছনে তা নিয়ে উঠছে প্রশ্ন।এই ঘটনায় পরিবার ও স্থানীয়দের এখন একটাই দাবি,” যুবকের আত্মহত্যার পেছনে কী রহস্য রয়েছে তার তদন্ত করুক পুলিশ।”
উল্লেখ্য, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়,”ডায়েরিতে নিজের হাতে স্বীকারোক্তি লিখে শান্তিপুরে আত্মঘাতী যুবক! শান্তিপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক যুবক। তার আগেই লিখে গেল স্বীকারোক্তি। সূত্রের খবর,শান্তিপুর বেড়পাড়া এলাকায় গতকাল রাতে বাবা মায়ের সাথে খাওয়া-দাওয়া করে নিজের ঘরে শুতে চলে যায় আসিফ ইকবাল।তার বয়স আঠাশ।কিন্তু সকালে ঘুম থেকে উঠে যুবক আসিফকে যখন তার মা ডাকতে থাকে তখন তিনি কোন সাড়াশব্দ পান না।