ডার্বি সম্পর্কিত দশটা চমকপ্রদ তথ্য।
১) প্রথম ডার্বি
১৯২১ সালের ৮ আগস্ট কোচবিহারের কাপের সেমিফাইনালে প্রথম বার মুখোমুখি হয় দুই প্রধান। প্রথম ম্যাচটি গোলশূন্য ভাবে শেষ হয়। ১০ আগস্ট ফিরতি ম্যাচে দুই প্রধান ফের মুখোমুখি হলে মোহনবাগান ৩ গোলে হারায় ইস্টবেঙ্গলকে।
২) ১০০, ২০০ এবং ৩০০তম কলকাতা ডার্বি
১৯৬৭ সলের ১৬ ডিসেম্বর ১০০তম কলকাতা ডার্বি অনুষ্ঠিত হয়। রোভার্স কাপের ফাইনালে মোহনবাগানকে ২ গোলে হারায় ইস্টবেঙ্গল। ১৯৯৩-এর এপ্রিলে অ্যালায়েন্স কাপের ফাইনালে মুখোমুখি হয় দুই প্রধান। এটি ছিল দুই দলের দুশোতম সাক্ষাৎ। টাই-ব্রেকারে ৬-৫ ব্যবধানে ম্যাচ যেতে সবুজ মেরুন। ২০১২ সালে ৮ জানুয়ারি কলকাতা লিগের ম্যাচে দুই প্রধান নিজেদের মধ্যে তিনশোতম ম্যাচে মুখোমুখি হয়। ২ গোলে ম্যাচটি জেতে সবুজ মেরুন।
৩) জয়ের সব থেকে বড়ো ব্যবধান
১৯৭৫ সালের ৩০ সেপ্টেম্বর আইএফএ শিল্ডের ফাইনালে মোহনবাগানকে ৫-০ গোলে হারায় ইস্টবেঙ্গল। এখনও পর্যন্ত এটিই ডার্বিতে কোনো দলের জয়ের সব থেকে বড়ো ব্যবধান। ওই ম্যাচে শ্যাম থাপা দু’টি এবং রঞ্জিত মুখোপাধ্যায়, সুরজিত সেনগুপ্ত, শুভঙ্কর সান্যাল একটি করে গোল করেন।
৪) উমাকান্ত পালোধি
নিজের প্রিয় দলের ৫ গোলে হারের লজ্জা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন কট্টর মোহনবাগান সমর্থক উমাকান্ত পালোধি। সুইসাইড নোটে তিনি লিখে যান, “পরের জন্মে মোহনবাগানের ফুটবলার হয়ে আমি এর প্রতিশোধ নেব।”
৫) ইডেনের কালো দিন
১৬ আগস্ট ১৯৮০, দিনটা ভারতীয় ফুটবলের কাছে কালো দিন থেকে যাবে। ওই দিন ইডেন গার্ডেন্সে ডার্বির ম্যাচ চলাকালীন পদপিষ্ট হয়ে মৃত্যু হয় দুই দলের ১৬ জন সমর্থকের।
৬) যুবভারতীতে ১ লক্ষ ৩১ হাজারের উপস্থিতি
ডার্বির ইতিহাসে সব থেকে বেশি মানুষ খেলা দেখতে এসেছিলেন ১৯৯৭ সালের ফেডারেশন কাপ সেমিফাইনালে। ১ লক্ষ ৩১ হাজার দর্শকের উপস্থিতিতে ওই ম্যাচে মোহনবাগানকে ৪-১-এ হারায় ইস্টবেঙ্গল। সবুজ মেরুনের হয়ে হ্যাটট্রিক করেন ভাইচুং ভুটিয়া।
৭) প্রথম বিদেশি হিসেবে ডার্বিতে হ্যাটট্রিক
নাইজেরিয়ার চিডি এডেহ প্রথম বিদেশি যিনি ডার্বিতে হ্যাটট্রিক করেছেন। ২০০৯-এর ২৫ অক্টোবর, আই লিগের ম্যাচে ইস্টবেঙ্গলকে ৫-৩ গোলে হারায় মোহনবাগান। সেই ম্যাচেই হ্যাটট্রিক করেন চিডি।
৮) ডার্বিতে সব থেকে বেশি গোল
ডার্বিতে সব থেকে বেশি গোল রয়েছে ভারতীয় ফুটবলের কিংবদন্তি ভাইচুং ভুটিয়ার। ডার্বিতে তিনি ১৯টা গোল করেছেন। এর মধ্যে ১৩টা গোল ইস্টবেঙ্গলের হয়ে এবং ৬’টি মোহনবাগানের হয়ে। দ্বিতীয় স্থানে রয়েছেন জোসে রামিরেজ ব্যারেটো। তিনি করেছেন ১৭টা দল, সব ক’টাই মোহনবাগানের হয়। ফলে কোনো একটি দলের হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ডটি ব্যারেটোর দখলে।
আরও পড়ুন – ছটপূজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক প্রশাসন
৯) দুই দলেরই অধিনায়কত্ব করেছেন মাত্র চার জন
ডার্বিতে আলাদা আলাদা সময়ে দুই দলের হয়েই অধিনায়কত্ব করেছেন মাত্র চার জন। তাঁরা হলেন গৌতম সরকার, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, দুলাল বিশ্বাস এবং রেনেডি সিংহ। কাকতালীয় ব্যাপার হল, এই চার জনই প্রথমে লাল হলুদের অধিনায়ক ছিলেন। তার পর দল বদল করে সবুজ মেরুনে আসেন।
১০) এনএফএল/ আই লিগে মুখোমুখি রেকর্ড
শুক্রবার প্রথম বার আইএসএলে মুখোমুখি হচ্ছে কলকাতার দুই প্রধান। এর আগে জাতীয় ফুটবল লিগ এবং পরবর্তীকালে আই লিগে মুখোমুখি হয়েছে তারা। ৪৫ বার দুই দল মুখোমুখি হয়েছে। এর মধ্যে ১৭টা ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল এবং ১৫টা মোহনবাগান। এ বছর ১৯ জানুয়ারি শেষ বারের জন্য আই লিগে মুখোমুখি হয়েছিল দুই প্রধান। ২-১’এ ম্যাচ জিতেছিল সবুজমেরন। গত আইলিগে চ্যাম্পিয়ন হয় মোহনবাগান।