ডিস্পেন্সারিতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, ধুন্ধুমার দেগঙ্গা। এবারে হাতুড়ে চিকিৎসকের ডিস্পেন্সারিতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলে দেগঙ্গার সুন্দেপুকুর বাজারে। দেগঙ্গা আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ সুন্দেপুকুর বাজারে অবৈধভাবে ডিসপেনসারি খুলে কোন লাইসেন্স ছাড়া দীর্ঘদিন ধরে এখানে অন্তঃসত্ত্বা মহিলাদেরকে ডিসি করানো হতো। অর্থাৎ এই ডিসি করানোর কোন পরিকাঠামো নেই টাকার লোভে স্থানীয় গ্রামীণ চিকিৎসক আশরাফ আলী কিছু হাতুড়ে ডাক্তার নিয়ে এসে এই ধরনের কাজ করত বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
মৃত গৃহবধূর নাম রুপালি কাহার(২১) বাদুড়িয়া থানার গোকনার এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায় ওই গৃহবধূ তিন মাসের অন্তঃসত্ত্বা। তার শারীরিক সমস্যার কারণে সুন্দেপুকুর বাজারে ওই হাতুড়ে চিকিৎসকের ডিস্পেন্সারিতে নিয়ে আসে তার পরিবারের লোকজন। এরপর চিকিৎসক জানাই ডিসি করতে হবে কোন ভয়ের কারণ নেই এরপরে ওই হাতুড়ে চিকিৎসকের হাতে রুপালি কাহার নামে ওই গৃহবধূর ডিসি করার সময় তার মৃত্যু হয়। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পরে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওই ডিসপেনসারি সামনে বিক্ষোভ দেখায় ।
খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। মৃতদেহের গাড়ি আটকে দেয় গ্রামবাসী অভিযুক্তকে গ্রেফতার করতে হবে অবৈধ কারবার বন্ধ করতে হবে।পাশাপাশি এক গ্রামীণ চিকিৎসককে স্থানীয় দোকানদাররা শাটার ফেলে আটকে রাখে। পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতার বিক্ষোভের মুখে পড়ে আর গোটা ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আর ও পড়ুন সুন্দরবনে নিখোঁজ ব্যবসায়ীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার
উল্লেখ্য, ডিস্পেন্সারিতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, ধুন্ধুমার দেগঙ্গা। এবারে হাতুড়ে চিকিৎসকের ডিস্পেন্সারিতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলে দেগঙ্গার সুন্দেপুকুর বাজারে। দেগঙ্গা আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ সুন্দেপুকুর বাজারে অবৈধভাবে ডিসপেনসারি খুলে কোন লাইসেন্স ছাড়া দীর্ঘদিন ধরে এখানে অন্তঃসত্ত্বা মহিলাদেরকে ডিসি করানো হতো। অর্থাৎ এই ডিসি করানোর কোন পরিকাঠামো নেই টাকার লোভে স্থানীয় গ্রামীণ চিকিৎসক আশরাফ আলী কিছু হাতুড়ে ডাক্তার নিয়ে এসে এই ধরনের কাজ করত বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।