বিনোদন – বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়াকে রবিবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছালে মাইগ্রেশন চেকপোস্টে তাঁকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, ২০২4 সালের জুলাই মাসে বাংলাদেশের গণ-অভ্যুত্থানের সময় নুসরত ফারিয়ার বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে।গ্রেফতারের পর তাঁকে প্রথমে ঢাকার ভাটারা থানায় নিয়ে যাওয়া হয় এবং পরে পাঠানো হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে, যেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, সোমবার তাঁকে আদালতে পেশ করা হবে।উল্লেখ্য, নুসরত ফারিয়া বাংলাদেশের বিনোদন জগতের অত্যন্ত পরিচিত মুখ। রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরে উপস্থাপক ও অভিনেত্রী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। ২০১৩ সালে উপস্থাপনায় আত্মপ্রকাশের পর ২০১৫ সালে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’-তে অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় যাত্রা শুরু করেন তিনি। প্রথম ছবিতেই দর্শকমহলে সাড়া ফেলেন নুসরত এবং এরপর একাধিক সফল সিনেমায় অভিনয় করেছেন।
