তীব্র কম্পন নেপালে!

তীব্র কম্পন নেপালে!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নেপাল – মায়ানমারের ভয়াবহ ভূমিকম্পের ধাক্কা কাটতে না কাটতেই এবার নেপালে তীব্র কম্পন। শুক্রবার সন্ধ্যা ৭:৫২ নাগাদ রিখটার স্কেলে ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে এই হিমালয়বেষ্টিত দেশ। কম্পনের তরঙ্গ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে, স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটির ২০ কিলোমিটার নিচে।প্রাথমিক তথ্যে ক্ষয়ক্ষতির খবর না মিললেও, মায়ানমারের সাম্প্রতিক বিপর্যয়ের স্মৃতি এই ঘটনাকে আরও উদ্বেগজনক করে তুলেছে।





এনসিএস-এর তথ্য অনুযায়ী, নেপালের পশ্চিমাঞ্চলে উৎপন্ন এই কম্পন দিল্লি, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ ও বিহারে অনুভূত হয়। কাঠমান্ডুর বাসিন্দা সুরেশ পৌডেল বলেন, “হঠাৎ মাটি নড়ে উঠল। আমরা রাস্তায় বেরিয়ে এসেছি।” দিল্লির এক বাসিন্দা জানান, “কয়েক সেকেন্ডের জন্য ঘরের জিনিসপত্র কাঁপছিল। মনে হল বড় কিছু হবে।” তবে মাত্রা মাঝারি হওয়ায় বড় ক্ষতি এড়ানো গেছে বলে প্রশাসন জানিয়েছে।

নেপালে ২০১৫ সালে ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৯,০০০-এর বেশি মানুষ মারা গিয়েছিল। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই অঞ্চলে বড় কম্পনের সম্ভাবনা রয়েছে। “প্লেটের চাপ ক্রমশ বাড়ছে। নেপাল ও উত্তর ভারতের জন্য এটা উদ্বেগের,” জানান সিসমোলজিস্ট ড. প্রিয়া গুপ্তা। মায়ানমারের ঘটনার পর এই কম্পন ভবিষ্যতের জন্য সতর্কবার্তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top