পূর্ব বর্ধমান – পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ২ নম্বর ব্লকের মুকসিমপাড়া পঞ্চায়েতের বড় কায়বাতি এলাকার ৭ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাদ্য সরবরাহ ও দায়িত্বে গাফিলতির অভিযোগে চরম উত্তেজনা ছড়াল। বৃহস্পতিবার ক্ষুব্ধ গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়ে কেন্দ্রে তালা লাগিয়ে দেন।
অভিযোগ, কেন্দ্রের দিদিমণি দীর্ঘদিন ধরেই কেন্দ্রে অনুপস্থিত। উপরন্তু, দু-তিনদিনের রান্না একসঙ্গে করে পড়ুয়া শিশু ও গর্ভবতী মায়েদের পরিবেশন করা হয়। খাদ্যের মান নিয়েও উঠেছে গুরুতর অভিযোগ—ভাতের সঙ্গে থাকে না পর্যাপ্ত ডাল বা সবজি, কেবলমাত্র হলুদ-নুন মেশানো পাতলা ঝোলেই রোজ কাজ চালানো হয়। এমনকি, রান্নার জন্য বরাদ্দ সবজি হেলপার নিজের বাড়িতে নিয়ে যান বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।
বিক্ষোভে ক্ষিপ্ত গ্রামবাসীরা কেন্দ্রের হেলপারকে বাইরে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পূর্বস্থলী থানার পুলিশ। পুলিশের আশ্বাসে অবশেষে তালা খোলা হয়। তবে গ্রামবাসীরা সাফ জানিয়ে দেন—এই দিদিমণি ও হেলপারকে অন্যত্র বদলি না করা পর্যন্ত তাঁরা বিষয়টি মেনে নেবেন না।ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে তদন্ত শুরু হয়েছে বলে সূত্রের খবর।
