ছত্রিশগড়- ছত্তিসগড়ের দান্তেওয়াড়া ও বিজাপুর জেলার সীমান্তবর্তী এলাকায় মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন মাওবাদী নিহত হয়েছে। দান্তেওয়াড়ার পুলিশ সুপার গৌরব রাই জানান, সোমবার মাওবাদীদের উপস্থিতির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী সেখানে অভিযান চালায়। গভীর জঙ্গলে সংঘর্ষের পর তিন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থল থেকে অস্ত্র ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হলেও নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
সম্প্রতি ছত্তিসগড়ে মাওবাদী দমনে একাধিক অভিযান চালানো হচ্ছে। মাত্র কয়েক দিন আগেই বিজাপুর ও কাঁকেড় জেলায় সংঘর্ষে দুই ডজনের বেশি মাওবাদী ও এক পুলিশ সদস্য নিহত হন। কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে পুরোপুরি বামপন্থী বিদ্রোহ দমন করতে এসব অভিযান জোরদার করা হয়েছে। চলতি বছর ভারতে ১১৩ জন মাওবাদী নিহত ও ১০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, আর ১৬৪ জন আত্মসমর্পণ করেছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য জানিয়েছে।
মাওবাদী প্রভাবিত অঞ্চলগুলোর মধ্যে ছত্তিসগড়ের বস্তার, দান্তেওয়াড়া, বিজাপুর, কাঁকেড়, নারায়ণপুর, কোন্ডাগাঁও ও সুকমা অন্যতম। এই “লাল করিডোর” অঞ্চল দখলে নিতে এবং মাওবাদীদের ঘাঁটি ধ্বংস করতে হাজার হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সরকার মাওবাদী অধ্যুষিত এলাকায় অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে, যার অংশ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৩০ মার্চ ছত্তিসগড় সফরে আসছেন। এছাড়া, মাওবাদী নিয়ন্ত্রিত অঞ্চলে ১৭টি নতুন ক্যাম্প স্থাপন করা হয়েছে, যার মধ্যে ছত্তিসগড় ও মহারাষ্ট্র সীমান্তবর্তী ৪,০০০ বর্গকিলোমিটার বিস্তৃত অভুজমাড় জঙ্গল অন্তর্ভুক্ত রয়েছে।
