বিনোদন – স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘কথা’। টিআরপিতেও এই সিরিয়াল দর্শকদের পছন্দের প্রথম সারিতে জায়গা করে নিয়েছে। এই সিরিয়ালের প্রধান জুটি কথা ও এভির রসায়ন এমনিতেই দারুণ জনপ্রিয়। তাঁদের এই মাখো মাখো কেমিস্ট্রি পর্দার বাইরেও বেশ জনপ্রিয়। এবার সেই তালিকাতেই নাম লেখাতে চলেছে এই সিরিয়ালের অন্য এক জুটি নীলাদ্রি ও প্রিয়া। অর্থাৎ সৌরভ চট্টোপাধ্যায় ও অলিভিয়া মালাকার। যাঁদের প্রেমচর্চা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে টেলিভিশনে।
‘কথা’ সিরিয়ালে সৌরভ তথা নীলাদ্রি কথার দাদা, যিনি সরকারি চাকরি করেন। অন্যদিকে, ‘নীলাদ্রি’-এর স্ত্রী অর্থাৎ ‘কথা’র ননদ তথা ‘এভি’র পিসতুতো বোন ‘প্রিয়া’-এর ভূমিকায় দেখা যাচ্ছে অলিভিয়া মালাকারকে। দিন-দুয়েক ধরে সোশ্যাল মিডিয়ায় দুজনের ছবি বেশ ভাইরাল। আর সেখান থেকেই অনুমান করা হচ্ছে যে সৌরভ ও অলিভিয়া এবার সত্যি প্রেমে পড়লেন। সৌরভ-অলিভিয়া ‘কথা’ ধারাবাহিকে পর্দার অন্যতম অবিবাহিত জুটি। অর্থাৎ, ধারাবাহিকে এই চরিত্রদের প্রেম দেখানো হলেও পর্দায় এখনও বিয়ে পর্যন্ত পৌঁছোতে পারেনি। আর পর্দার সেই রসায়ন কি তবে দুই হৃদয়কে মিলিয়ে দিল?
আসলে সম্প্রতি অলিভিয়া ও সৌরভ তাঁদের কিছু ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া পেজে। যেখানে একটা-দুটি ছবিতে সৌরভের বাহুলগ্না অলিভিয়া আবার দুজনেই দুজনের চোখে হারিয়েছেন এরকম ছবিও রয়েছে। অলিভিয়া এই ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, তুঝ মে রব দিখতা হ্যয়, ইয়ারা ম্যয় ক্যায়া করু। আর এই পোস্ট দেখেই মনে করা হচ্ছে যে তাঁদের অনস্ক্রিন প্রেম এবার বাস্তবেও দেখা যাবে। আর তাঁদের এই ছবির ক্যাপশন দেখেই শুরু হয়েছে জোর চর্চা, এক অনুরাগী প্রশ্ন করেছেন, ‘তোমরা কি ডেট করছ?’ আর একজন লেখেন, ‘ওয়াও, আর একটা মিষ্টি জুটি।’
