ভাইরাল – অনলাইনে অর্ডার করা খাবার পৌঁছে গেল ঠিকঠাক, কিন্তু খেয়ে নিল এক অবাক অতিথি! বাড়ির মালিক তখন অনুপস্থিত। তাই খাবারের প্যাকেট রেখে চলে যান ডেলিভারি পার্সন। আর ঠিক সেই সময়ই হাজির হয় এক কাঠবিড়ালি—খাবারের ঘ্রাণ পেয়ে প্যাকেট ছিঁড়ে শুরু করে ‘ভোজনবিলাস’।
সম্প্রতি ইনস্টাগ্রামে ‘arthpulse111’ নামের একটি অ্যাকাউন্ট থেকে এই ঘটনার ভিডিয়ো শেয়ার করা হয়েছে। তাতে দেখা যায়, এক কাঠবিড়ালি উঠোনের মাঝখানে দাঁড়িয়ে, দু’হাতে ধরে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে। প্যাকেট ছিঁড়ে কী নিপুণভাবে খাবার তুলে নিচ্ছে সে, দেখে অবাক দর্শক!
ভিডিয়োতে বোঝা যাচ্ছে, সে খাবারের প্রতি এতটাই লোভে পড়েছে যে মালিকের অনুপস্থিতিতে পুরো সুযোগটাই কাজে লাগিয়েছে। ঘটনাটি কোথায় ঘটেছে তা স্পষ্ট নয়, তবে ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল—কমেন্টে হাসির রোল উঠেছে নেটিজেনদের মধ্যে।একজন মজার মন্তব্য করেছেন, “চুরি করতে গিয়ে লাইভ ধরা পড়ে গেল কাঠবিড়ালিটি!” কেউ আবার লিখেছেন, “এত কিউট চোর আগে দেখিনি!”
