বাইক দুর্ঘটনায় মৃত দুই যুবক!

বাইক দুর্ঘটনায় মৃত দুই যুবক!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ঝাড়খন্ড – রঘুনাথপুর-বারমসিয়া পথের কদমা গ্রামে রবিবার সন্ধ্যায় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুই যুবক একে অপরকে টিকিয়ে রাখতে না পেরে বাইকটি একেবারে সড়কের পাশে থাকা একটি বড় সখুয়া গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। ঘটনাস্থলে বাইকটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং দুজনের মৃত্যু ঘটে।

মৃত যুবকদের নাম রাজেশ হানসদা (২৮) এবং চুড়কা হেমব্রম (৩৫)। তারা শিকারিপাড়া থানার ভোক্তাডিহা গ্রামের বাসিন্দা ছিলেন। বাইকটি নিয়ে তারা আসানবনি যাচ্ছিলেন, যখন কদমা গ্রামে তারা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় বাইকের কেবল টুকরো টুকরো হয়ে যায় এবং সড়কের উপর রক্তের ছাপ পড়ে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং মৃতদেহ দুটি উদ্ধার করে রানীশ্বর স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে, যেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।



এদিকে, পুলিশ জানিয়েছে যে তারা দুর্ঘটনাস্থলে বাইকটি জব্দ করেছে এবং প্রয়োজনীয় তদন্ত চলছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top