মুর্শিদাবাদ – মুর্শিদাবাদ জেলা সংলগ্ন ঝাড়খণ্ডের পাকুড় এলাকায় পাখিদের মধ্যে ‘এভিয়ান ইনফ্লুয়েঞ্জা’র (বার্ড ফ্লু) খবর সুনিশ্চিত হতেই বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলা জুড়ে। রাজ্য প্রশাসনের নির্দেশে পাকুড় থেকে ১০ কিলোমিটারের মধ্যে থাকা মুর্শিদাবাদ জেলার সুতি-১, সুতি-২ , সামশেরগঞ্জ এবং ফারাক্কা ব্লকের বেশ কয়েকটি জায়গায় বিশেষ নজরদারি শুরু হয়েছে। ইতিমধ্যে জেলাশাসক ও রাজর্ষি মিত্রের তরফ থেকে ঝাড়খন্ড থেকে মুর্শিদাবাদ জেলায় মুরগি পরিবহনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে ,জেলার বিভিন্ন ব্লকের একাধিক পোল্ট্রি থেকে পাখিদের নমুনা সংগ্রহ করা হলেও এখনও পর্যন্ত কোথাও বার্ড ফ্লু ধরা পড়েনি। সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হতে প্রশাসনের তরফ থেকে অনুরোধ করা হয়েছে।
তবে প্রশাসন অনুরোধ করলেও পার্শ্ববর্তী রাজ্যে বার্ড ফ্লু-র খবর সুনিশ্চিত হওয়ার পর থেকে মুর্শিদাবাদ জেলা জুড়ে দেশি এবং পোল্ট্রি মুরগির দাম অস্বাভাবিক হারে কমতে শুরু করেছে।
