বিনোদন – পর্দায় বিয়ের কথা তো দূর অস্ত, নারীসঙ্গ থেকেই শত হস্তে দূরে থাকে ফেলুদার ‘স্যাটেলাইট’ তথা সহকারী তপেশরঞ্জন মিত্র তথা তোপসে। তবে বাস্তবে ‘তোপসে’র এই বিষয়টা কিন্তু পুরোটাই আলাদা। খুলেই বলা যাক বিষয়টা। সৃজিত মুখোপাধ্যায়ের ‘ফেলুদা’ সিরিজে ‘তোপসে’-র ভূমিকায় অভিনয় করে বেশ জনপ্রিয় অভিনেতা কল্পন মিত্র।সদ্য বিয়ে করলেন তিনি। জানা গিয়েছে, হৈ-হট্টগোল থেকে দূরে, সাংবাদিকদের চোখ এড়িয়ে ঘনিষ্ঠ পরিসরে বিয়ে সম্পন্ন করতে চেয়েছিলেন তিনি। এবং শেষমেশ তাই-ই হল।
সোমবার রাতে সমাজমাধ্যমের পাতায় ছোট্ট করে জানিয়েছেন, দিয়া সিংহের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন। ফেসবুকে সদ্যবিবাহিতা স্ত্রীয়ের সঙ্গে ছবি দিয়ে ‘তোপসে’ লিখলেন, ” এখানেই এক টুকরো শান্তি আর বেঁধে রাখার মতো একটা ঘর। দিয়া এবং আমি সাত পাকে বাঁধা পড়লাম।” জানা গিয়েছে, দিয়া অভিনেতার পূর্বপরিচিত। বেশ কিছু সময় ধরেই তাঁদের সম্পর্ক চলছিল।উল্লেখ্য, ‘তোপসে’র ভূমিকায় পর্দায় অবতীর্ণ হওয়ার আগে রনি সেনের নির্দেশনায় ‘ক্যাট স্টিক্স’ ছবিতে অভিনয় করেছিলেন কল্পনা। যথেষ্ট সমালোচক-আদৃত হয়েছিল তাঁর অভিনয়। এরপর সৃজিতের ফেলুদা সিরিজে ‘তোপসে’ হয়ে দর্শকমহলে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ‘সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘পদাতিক’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে।
