বিয়ে সারলেন টলি অভিনেতা রবি সাউ! পাত্রী কে?

বিয়ে সারলেন টলি অভিনেতা রবি সাউ! পাত্রী কে?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিনোদন – ফের সানাই বাজল টলিউডে। বিয়ে করলেন টলি অভিনেতা রবি সাউ। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে সেই ছবি। পাত্রী সুপ্রিয়া মণ্ডল। বিনোদন জগতের কেউ নয়। তবে বিনোদন জগতের সঙ্গে তাঁর যোগ রয়েছে। অভিনেতা আদৃত রায়ের প্রাক্তন ছিলেন তিনি।



বাংলা ইন্ডাস্ট্রির চেন মুখ রবি সাউ। ‘রাধা’ সহ একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। এছাড়া ‘একান্নবর্তী’, ‘ফ্লাইওভার’-র মতো বাংলা ছবিতেও কাজ করেছেন তিনি। মডেলিং দিয়েই কেরিয়ার শুরু করেছিলেন রবি। বিয়ের দিন তাঁর পরনে ছিল হালকা কমলা ও পীচ কম্বিনেশনের শেরওয়ানি। অন্যদিকের পাত্রীর পরনে লাল রঙা লেহেঙ্গা। মেহেন্দির সঙ্গে হাতে রয়েছে শাঁখা- পলা। রবি- সুপ্রিয়াকে তাঁদের নতুন জীবন শুরুর জন্য শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা। বাদ যাননি টলিউডের তারকারাও। টেলি অভিনেত্রী অনামিকা চক্রবর্তী তাঁদের বিয়েতে উপস্থিতও ছিলেন।






আদৃত রায়ের সঙ্গে প্রায় দশ বছরের সম্পর্ক ছিল সুপ্রিয়ার। সুপ্রিয়ার বাবা পেশায় মুম্বইয়ের পরিচিত আর্ট ডিরেক্টর। তিনি একজন ব্যবসায়ী। দু’বাড়িতে সম্পর্ক ছিল বেশ ভাল। কথা ছিল বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। কিন্তু এরপর হঠাৎই দু’জনের মধ্যে দূরত্ব হয়ে তাঁদের বিচ্ছেদ হয়। সেসময় ‘মিঠাই’- নিয়ে ব্যস্ত ছিলেন আদৃত। শোনা গিয়েছিল, আদৃতর ব্যস্ততাই নাকি কাল হয়ে দাঁড়িয়েছিল। কেরিয়ারের এই পর্যায় এসে, এত তাড়াতাড়ি নাকি বিয়ে করতে চাননি অভিনেতা। আর এজন্যেই নাকি তাঁদের বিয়ে ভেঙে গেছে।





এই অবধি তো ঠিক ছিল। কিন্তু বিয়ে ভাঙার কিছুদিনের মধ্যেই জানা যায়, অন্য পাত্রের সঙ্গে আংটিবদলও করে ফেলেছেন আদৃতর প্রাক্তন বান্ধবী। সেই ছবি শেয়ার করেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। আসলে সুপ্রিয়ার সঙ্গে তাঁর বন্ধুত্ব দীর্ঘদিনের। আর সেজন্যেই তাঁর সব অনুষ্ঠানে হাজির হন তিনি। যদিও সেই পাত্রের সঙ্গেও বিয়ে ভাঙে সুপ্রিয়ার। এরপর রবির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top