বিশ্বজুড়ে আবারও বাড়তে শুরু করেছে করোনা। করোনায় মত্যু ও শনাক্তের সংখ্যা একটু একটু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় ৮ হাজার ১৩১ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় এর সংখ্যা ছিলো ৭ হাজার ৪৫৬। আজ সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বে ৪ লাখ ৪৯ হাজার ২৫০ জনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। বুধবার এর সংখ্যা ছিলো ৪ লাখ ৮ হাজার ৮১৬ জন। করোনার বৈশ্বিক পরিস্থিতির হালনাগাদ তথ্য রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার এই তথ্য জানিয়েছে।
জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয়েছিল ৫ হাজার ১৩৫ জনের, শনাক্ত হয়েছিল ৩ লাখ ৫০ হাজার ১২৪ জন।সোমবার সকাল ৮টা পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৪ হাজার ৫৮২ জনের, শনাক্ত হয়েছিল ৩ লাখ ১ হাজার ৯ জন। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এ দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ১৩ হাজার ৯৭০ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ২৭ হাজার ২৭৪ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৩৮ লাখ ৯৩ হাজার ০২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৯ হাজার ৮৮৩ জনের।
আর ও পড়ুন রোজ রাতে বন্ধ থাকবে হোয়াটস অ্যাপ! ভাইরাল এই মেসেজটি কি সত্য? জানুন বিস্তারিত
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৫ লাখ ১৭ হাজার ৫১৪ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৯ হাজার ৪১৪ জনের। আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৮০ লাখ ৬ হাজার ৬৬০ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩৭ হাজার ২৯৫ জন। পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭৬ লাখ ৬২ হাজার ৫৬০ জন। মারা গেছেন ২ লাখ ১২ হাজার ৬২৫ জন।
তালিকায় তুরস্ক ষষ্ঠ, ফ্রান্স সপ্তম, ইরান অষ্টম, আর্জেন্টিনা নবম এবং স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ২৯তম।