শরৎ বোস রোডে হোটেলে মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেল ৫০-র বেশি অতিথি

শরৎ বোস রোডে হোটেলে মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেল ৫০-র বেশি অতিথি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – বড়বাজারের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার গভীর রাতে ৪৪এ শরৎ বোস রোডের একটি পাঁচতলা হোটেলে আগুন লাগে।

রাত ১টা নাগাদ হোটেলের ওপরতলায় থাকা কনফারেন্স রুম থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। সেই সময় হোটেলের বিভিন্ন ঘরে প্রায় ৫০ জনেরও বেশি অতিথি ছিলেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত সবাইকে হোটেল থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তবে সময় যত গড়িয়েছে, আগুনের তীব্রতা বেড়েছে।

প্রথমে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। কিন্তু আগুনের ভয়াবহতা বাড়ায় পরে আরও ইঞ্জিন পাঠানো হয়। দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর ভোর ৩টা নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় বড় কোনও প্রাণহানির খবর না থাকলেও হোটেলের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ নিয়ে তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ।

এই ঘটনার পর এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঠিক কারণ জানতে এখনও তদন্ত চলছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হতে পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top