উত্তরপ্রদেশ-মঙ্গলবার সকালে আগ্রার যমুনা নদীর তীরে এক আনন্দঘন মুহূর্ত পরিণত হলো বিভীষিকায়। সিকান্দ্রা থানার নাংলা নাথু মৌজায় ছয় কিশোরী ও তরুণী স্নান করতে গিয়ে নদীর গভীরে তলিয়ে যায়। তাঁদের মধ্যে ছিলেন তিন সহোদরা বোন, এক খুড়তুতো, এক মাসতুতো ও এক আত্মীয়া। এই দুঃখজনক ঘটনায় কেঁপে উঠেছে পুরো অঞ্চল।
সকাল ১০টা নাগাদ ছয় মেয়ের একটি দল নদীতে ঢোকে, স্নান করার আগে রিল তৈরি করে খুশিতে মেতে ওঠে। কিন্তু মুহূর্তেই খুশি ছিন্নভিন্ন—নদীর স্রোতে একে একে তলিয়ে যেতে থাকে সবাই। স্থানীয়রা ও পুলিশ উদ্ধারকাজ শুরু করলেও, সময়ের চাপে ছ’জনকেই হারাতে হয়।
এই মেয়েদের একজন, ১৮ বছরের মুসকান—তার আগামী সপ্তাহেই বিয়ে ছিল। যে বাড়িতে আলোর সাজ ছিল, এখন সেখানে কফিনের ছায়া।
জেলা প্রশাসনের তরফে পরিবারগুলোর পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেছেন।
