সিঙ্গাপুর কেন্দ্রিক সংস্থা পাকিস্তানকে আর দেবে না প্রাকৃতিক গ্যাস! সমস্যায় দেশবাসী। ফের খবরের শিরোনামে ইমরান সাম্রাজ্য। ইতিমধ্যেই পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা নিয়ে চিন্তার ভাঁজ সেদেশে। তার উপর গোদের উপর বিষ ফোঁড়া হয়ে দাঁড়াল প্রাকৃতিক গ্যাসের সমস্যা। সিঙ্গাপুর কেন্দ্রিক একটি সংস্থা যেটি LNG গ্যাস সরবরাহ করে থাকে। কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে তারা আর প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে না। অন্তত সূত্র এমনটাই জানাচ্ছে।
এই প্রসঙ্গে বলে রাখা ভালো, পাকিস্তানের আর্থিক সংকটের কারণেই ওই পাকিস্তান এল.এন.জি লিমিটেড সিদ্ধান্ত নিয়েছিল, তারা আর প্রাকৃতিক গ্যাস কিনবে না। এর পিছনে কারণ হিসেবে বলা যায়, LNG এর সর্বনিম্ন দাম গিয়ে দাঁড়ায় 34.677 মার্কিন ডলার প্রতি মেট্রিক মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের ( Metric Million British Thermal Unit) বা MMBTU এর হিসাবে।সেই জন্যেই পাকিস্তান সরকার প্রাকৃতিক গ্যাস না কেনার সিদ্ধান্ত নেয়। এই গ্যাস প্রদান করার কথা ছিল, ভিটোল বাহরিনের। যদিও সেই গ্যাসও নেয়নি পাকিস্তান সরকার। সুতরাং সব মিলিয়ে পাকিস্তান যে বড়সড় বিপদে পড়েছে তা বলাই বাহুল্য।
আরও পড়ুন- এবার অর্ডিন্যান্স ফ্যাক্টরির বেসরকারিকরণের পথে হাঁটল কেন্দ্র
উল্লেখ্য, ফের খবরের শিরোনামে ইমরান সাম্রাজ্য। ইতিমধ্যেই পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা নিয়ে চিন্তার ভাঁজ সেদেশে। তার উপর গোদের উপর বিষ ফোঁড়া হয়ে দাঁড়াল প্রাকৃতিক গ্যাসের সমস্যা। সিঙ্গাপুর কেন্দ্রিক একটি সংস্থা যেটি LNG গ্যাস সরবরাহ করে থাকে। কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে তারা আর প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে না। অন্তত সূত্র এমনটাই জানাচ্ছে।
এই প্রসঙ্গে বলে রাখা ভালো, পাকিস্তানের আর্থিক সংকটের কারণেই ওই পাকিস্তান এল.এন.জি লিমিটেড সিদ্ধান্ত নিয়েছিল, তারা আর প্রাকৃতিক গ্যাস কিনবে না। এর পিছনে কারণ হিসেবে বলা যায়, LNG এর সর্বনিম্ন দাম গিয়ে দাঁড়ায় 34.677 মার্কিন ডলার প্রতি মেট্রিক মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের ( Metric Million British Thermal Unit) বা MMBTU এর হিসাবে।সেই জন্যেই পাকিস্তান সরকার প্রাকৃতিক গ্যাস না কেনার সিদ্ধান্ত নেয়। এই গ্যাস প্রদান করার কথা ছিল, ভিটোল বাহরিনের। যদিও সেই গ্যাসও নেয়নি পাকিস্তান সরকার। সুতরাং সব মিলিয়ে পাকিস্তান যে বড়সড় বিপদে পড়েছে তা বলাই বাহুল্য।