কিয়েভে মেট্রো স্টেশনে জন্ম নিল এক শিশু। কখনও প্রিয়জনদের ছেড়ে যাওয়ার আগে কান্নায় ভেঙে পড়ার দৃশ্য, কখনও আবার আতঙ্কে চিৎকার, প্রাণের আশঙ্কায় ত্রাসের ছাপ চোখমুখে। ইউক্রেনের এই পরিস্থিতিতেই এক চিলতে আশার আলো কিয়েভের এক মেট্রো স্টেশনে।
যুদ্ধ বিধ্বস্ত শহরের এক কোণায় জন্ম নিল এক ফুটফুটে শিশু। ইউক্রেন পুলিশের তরফে টুইট করে খবরটি জানানো হয়েছে। ক্ষণে ক্ষণে যে ত্রাসের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে, এর মাঝে এক ফুলের মতো শিশুর ছবি দেখে আনন্দে চোখে জল নেটিজেনদের। চতুর্দিকে ছড়িয়ে পড়েছে ছবিটি।
শিশুটির জন্য প্রার্থনা করেছেন বহু মানুষ। ইউক্রেন পুলিশের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পরেই কিয়েভ শহরের বহু মানুষ মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছেন। কাতারে কাতারে অসহায় মানুষের মধ্যে ছিলেন ২৩ বছরের এক অন্তঃসত্ত্বা মহিলাও।
আর ও পড়ুন পুরভোটের আগে জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
সেই ভিড়ের মধ্যে আচমকা প্রসব যন্ত্রণা শুরু হয় তাঁর। মহিলা চিৎকার করতেই তাঁর দিকে ছুটে আসে ইউক্রেন পুলিশ। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, তাদের সহায়তায় সেখানেই সন্তানের জন্ম দেন ওই মহিলা। ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
তারপর সেখান থেকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে মহিলা এবং সদ্যোজাতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই রয়েছেন তাঁরা। মা ও সন্তান দু’জনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এমন আতঙ্কের মধ্যেই সাময়িকভাবে আনন্দিত কিয়েভবাসী।
ইউক্রেনের বিদেশ মন্ত্রকের তরফে টুইটারে সদ্যোজাত ‘মিয়া’র ছবি শেয়ার করে লেখা হয়েছে, ‘এই প্রথম কোনও এক শিশুর জন্ম হল কিভের বাঙ্কারে। পাশেই জ্বলছে এক বহুতল। রাস্তায় দাঁড়িয়ে আছে রুশ-ট্যাঙ্ক। আমরা ওকে ‘স্বাধীনতা’ বলেই ডাকব।’