স্মৃতিতে ভাসিয়ে চলে গেলেন ACP প্রদ্যুম্ন!

স্মৃতিতে ভাসিয়ে চলে গেলেন ACP প্রদ্যুম্ন!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিনোদন – দরওয়াজা তোরো দয়া…’, এই সেই বিখ্যাত লাইন, তাঁর সেই দরাজ গলার আওয়াজ, আর শোনা যাবে না। দীর্ঘ এতগুলো বছর, তাঁর অন্য কোনো পরিচয় ছিল না। তাঁর আসল নাম কি, এও জানতেন না অনেকে। কিন্তু সকলের কাছে তিনি ACP সাহেব হয়েই পরিচিত ছিলেন। এসিপি প্রদ্যুম্ন ফ্রম CID – না!আর তাঁকে দেখা যাবে না।শেষ কিছুদিন ধরেই খবর ছিল যে এইবার যে CID রিটার্নস শুরু হয়েছে, সেখানে তাঁকে আর দেখা যাবে না। তিনি নাকি বম্ব ব্লাস্টে মারা যেতে চলেছেন। তারকা নিজেও জানিয়েছিলেন, যে এই বিষয়ে তিনি কিছুই জানতেন না। তবে, গতকাল রাতের পর ঠিক সেটাই যেন সত্যি হল। দীর্ঘ এতবছর ধরে যে চরিত্র মানুষের মনে তিলতিল করে জায়গা গড়ে তুলেছিল, সেই চরিত্র আজ শেষ। যেন CID এর একটা স্তম্ভ আজ ভেঙে পড়ল। নির্মাতারা কী ভেবে এই সিদ্ধান্ত নিয়েছেন সেকথা অনেকেই জানতে চাইছেন।



একের পর এক জটিল কেস তিনি সলভ করেছেন। ফ্রন্টে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু, আজ সবই বড্ড ফিকে। এমনকি সোনি টিভির তরফেও এমন একটি পোস্ট করা হয়েছে, যেটি দেখলে মন খারাপ হবেই। ACP সাহেবের একটি পোস্ট শেয়ার করে সেখানে লেখা হয়েছে, “একটা যুগের অবসান হল। অনেক বছরের স্মৃতি আপনার সঙ্গে। এই ক্ষতি আমাদের ভোলার নয়। Acp আপনি পরপারে শান্তিতে থাকবেন।”অভিনেতা নিজের চরিত্র এবং তাঁর শো ছেড়ে বেরিয়ে আসার প্রসঙ্গে বলেন, “২২ বছর ধরে আমি এই চরিত্রকে বেঁচে নিয়েছি। এখন নির্মাতাদের যদি মনে হয়, যে আমার মেয়াদ ফুরিয়ে এসেছে তাহলে আর কিছু করার নেই। এবং এই ঘটনাকে হাসিমুখে মেনে নেব। আমি একটা ব্রেক নিয়েছি। এবং আনন্দ করব এই সময়কালে। অনেক কাজ করেছি, এখন একটু আরামের সময়। আমি আবার ফিরব কিনা, সেটা তো নির্মাতারা জানেন।”
প্রসঙ্গে, সমাজ মাধ্যম তোলপাড় তাঁর শো ছেড়ে বেরিয়ে যাওয়ার ঘটনায়। বিশেষ করে, গতকালের একটা এপিসোড সকলকে নাড়া দিয়ে গিয়েছে। এমনকি, কেউ কেউ তো মেনে নিতে পারছেন না যে তিনি আর নেই।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top