হায়দরাবাদে আইসিস-যোগ যুক্ত বিস্ফোরণের ছক বানচাল, গ্রেপ্তার দুই জঙ্গি!

হায়দরাবাদে আইসিস-যোগ যুক্ত বিস্ফোরণের ছক বানচাল, গ্রেপ্তার দুই জঙ্গি!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram




দিল্লি – তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ পুলিশের যৌথ অভিযানে হায়দরাবাদে সম্ভাব্য বড়সড় বিস্ফোরণের ছক বানচাল করা হয়েছে। এই অভিযানে গ্রেফতার করা হয়েছে দুই সন্দেহভাজন জঙ্গিকে ভিজিয়ানাগরামের সিরাজ ও হায়দরাবাদের সামির।পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা একটি ডামি বিস্ফোরণের মাধ্যমে একটি বড় হামলার মহড়া চালাচ্ছিল। তদন্তে উঠে এসেছে, তাঁদের নির্দেশ দিচ্ছিল সৌদি আরব থেকে পরিচালিত আইসিস মডিউল। সিরাজ ভিজিয়ানাগরাম থেকে বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করেছিল বলে জানা গেছে।এই সফল অভিযানে অংশ নেয় তেলেঙ্গানার কাউন্টার ইন্টেলিজেন্স শাখা ও অন্ধ্রপ্রদেশের গোয়েন্দা বিভাগ।এদিকে, জম্মু-কাশ্মীরের পাহালগাঁও-এ ২২ এপ্রিলের জঙ্গি হামলার পর কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলি দেশজুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে। ওই হামলায় পাকিস্তানি ও স্থানীয় লস্কর-ই-তইবা জঙ্গিদের জড়িত থাকার প্রমাণ মিলেছে, তবে এখনও তারা পলাতক।একইসঙ্গে, জাতীয় তদন্ত সংস্থা (NIA) গত শুক্রবার পাঞ্জাবের ১৫টি স্থানে হানা দেয়। এই সমস্ত স্থানের যোগসূত্র রয়েছে কুখ্যাত গ্যাংস্টার হ্যাপি পাসিয়ানের সঙ্গে, যিনি পাকিস্তান-আধারিত খালিস্তানি জঙ্গি হরবিন্দর সিং রিন্দার-এর ঘনিষ্ঠ বলে জানা গেছে।তদন্ত চলছে গুরদাসপুরের পুলিশ স্টেশনে গত ডিসেম্বরে হওয়া গ্রেনেড হামলার ঘটনায়ও। নিরাপত্তা বাহিনীর আশঙ্কা, দেশজুড়ে জঙ্গি কার্যকলাপ পুনরায় সক্রিয় হওয়ার আশঙ্কা থাকায় আরও তল্লাশি ও নজরদারি চালানো হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top