হৃত্বিক বনাম এনটিআর! ঝড় তুলল ‘ওয়ার ২’-এর টিজার, মুক্তির আগেই উত্তেজনার পারদ চড়ছে

হৃত্বিক বনাম এনটিআর! ঝড় তুলল ‘ওয়ার ২’-এর টিজার, মুক্তির আগেই উত্তেজনার পারদ চড়ছে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – প্রত্যাশিত অ্যাকশন থ্রিলার ‘ওয়ার ২’-এর টিজার প্রকাশ্যে আসার পরই অনলাইন দুনিয়ায় শোরগোল। মুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই ১ মিনিট ৩৪ সেকেন্ডের টিজারটি ইউটিউবে পেরিয়ে গেছে ১.৮ কোটিরও বেশি ভিউ, যা স্পষ্টতই দর্শকদের আগ্রহের ইঙ্গিত দিচ্ছে।YRF স্পাই ইউনিভার্স-এর এই নতুন অধ্যায়ে ফের ফিরে এসেছেন হৃত্বিক রোশন, তার আগের জনপ্রিয় চরিত্র মেজর কবীর হিসেবে। তবে এবার তাঁর মুখোমুখি এক নতুন শক্তি দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর, যিনি এই ছবির মাধ্যমে বলিউডে পা রাখছেন ভয়ংকর ভিলেন হিসেবে।
টিজারে হাই-অকটেন অ্যাকশন, ঝকঝকে ভিজ্যুয়ালস ও রোমাঞ্চকর ব্যাকগ্রাউন্ড মিউজিক ইতিমধ্যেই ভক্তদের মধ্যে তৈরি করেছে তুঙ্গ উত্তেজনা।টিজারের কমেন্ট সেকশন হৃত্বিক ও এনটিআর ভক্তদের উচ্ছ্বাসে উপচে পড়েছে।কেউ লিখেছেন, “হৃত্বিক ইজ ব্যাক ইন হিজ অলটাইম বেস্ট!”অন্যদিকে এনটিআরের ভয়াল উপস্থিতি, তার সংলাপহীন তীক্ষ্ণ দৃষ্টি মুগ্ধ করেছে সকলকে।এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “এনটিআর এর ডেবিউতেই বাজিমাত, হৃত্বিক বনাম এনটিআর দেখার অপেক্ষা আর সহ্য হচ্ছে না!অয়ন মুখার্জি পরিচালিত এই সিনেমায় হৃত্বিকের বিপরীতে রয়েছেন কিয়ারা আদবাণী, যার সংক্ষিপ্ত ঝলকও টিজারে নজর কেড়েছে। জানা যাচ্ছে, একাধিক স্টান্ট সিকোয়েন্সের জন্য হলিউডের অ্যাকশন কোরিওগ্রাফারদের নিয়ে কাজ করা হয়েছে।









RECOMMENDED FOR YOU.....

Scroll to Top