বিনোদন -নয়ের দশক থেকে টলিউডের পর্দা কাঁপানো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তর জুটিকে ঘিরে বরাবরই উন্মাদনা তুঙ্গে। ২০২৪ সালে মুক্তি পাওয়া তাঁদের ৫০তম ছবি ‘অযোগ্য’-র বক্স অফিস সাফল্যের রেশ কাটতে না কাটতেই ফের এক বড় চমক। ২৫ বছর পর আবার বড় পর্দায় ফিরছে তাঁদের অন্যতম ব্লকবাস্টার ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’।২০০০ সালে মুক্তিপ্রাপ্ত হরনাথ চক্রবর্তীর পরিচালনায় এসভিএফ প্রযোজিত এই ছবি সেই সময় বাংলা বাণিজ্যিক সিনেমার ধারাই বদলে দিয়েছিল। ‘চোখ তুলে দেখো না কে এসেছে’ গানটি যেমন আজও বিয়েবাড়ির ‘অ্যান্থেম’, তেমনই ছবির সংলাপ থেকে শুরু করে দৃশ্যাবলি—সবই রয়ে গেছে দর্শকদের হৃদয়ে গেঁথে।
এই ঐতিহাসিক ছবির ২৫ বছর পূর্তিতে, ৩০ মে ২০২৫-এ জামাইষষ্ঠীর ঠিক আগে, ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। নতুন পোস্টার ইতিমধ্যেই উন্মোচিত হয়েছে, যা ঘিরে নস্টালজিয়ায় ভাসছে সোশ্যাল মিডিয়া।
প্রসেনজিৎ জানালেন, “‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ শুধুমাত্র একটি সিনেমা নয়—এটা একটা আবেগ, একটা যুগান্তকারী অধ্যায়। এই ছবি আমার কেরিয়ারের অন্যতম মোড় ঘোরানো মুহূর্ত।”ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, “এই ছবির জন্যই আজ আমি এই জায়গায় দাঁড়িয়ে। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছিল একটা ম্যাজিক, যা আবার পর্দায় ফিরে আসছে। নতুন প্রজন্মের কাছে এই সিনেমা নিঃসন্দেহে একটি রত্ন হয়ে উঠবে।”২৫ বছর পর এক সিনেমা, এক জুটি, আর এক আবেগ—ফিরে আসছে নতুন আলোয়, পুরনো ভালবাসা নিয়ে।
