হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করল বার অ্যাসোসিয়েশন!। শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় শুধু সিবিআই (CBI) তদন্তের নির্দেশ নয়, সিঙ্গল বেঞ্চের রায়ে ডিভিশন বেঞ্চের হস্তক্ষেপ নিয়েও প্রশ্ন তুলেছিলেন কোলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি প্রশাসনিক নির্দেশ জারি করেছিলেন যে,”নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ৪ মামলায় তাঁর সিবিআই অনুসন্ধানের নির্দেশের নথি ও ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশ জারির নথি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠানো হোক।” এ ছিল এক কথায় নজিরবিহীন সিদ্ধান্ত। কিন্তু এরপরই শুরু হয় মতানৈক্য।
শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রদত্ত নির্দেশকে হাইকোর্টের আইনজীবীদের একাংশ’একপেশে’ বলে প্রতিবাদে সামিল হন ও তারা এজলাস বয়কটের সিদ্ধান্ত নেন।এদিকে,বার অ্যাসোসিয়েশনে বৈঠকে হাতাহাতিতে জড়ান তৃণমূল কংগ্রেস এবং বিজেপিপন্থী আইনজীবীরা।আর তাই ১৩ই এপ্রিল থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সওয়াল-জবাব বন্ধ ছিল।
কিন্তু, অবশেষে প্রত্যাহার করা হল বয়কট।পুরো ২১ দিনের মাথায় মংগলবার হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটের এই সিদ্ধান্ত বার অ্যাসোসিয়েশন প্রত্যাহার করল এবং যথারীতি আবার ফের সওয়াল-জবাবে অংশ নিলেন আইনজীবীরা বলে সূত্রের খবরে জানা গিয়েছে।
আর ও পড়ুন ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বাগদা থানার পুলিশ
উল্লেখ্য, শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় শুধু সিবিআই (CBI) তদন্তের নির্দেশ নয়, সিঙ্গল বেঞ্চের রায়ে ডিভিশন বেঞ্চের হস্তক্ষেপ নিয়েও প্রশ্ন তুলেছিলেন কোলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি প্রশাসনিক নির্দেশ জারি করেছিলেন যে,”নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ৪ মামলায় তাঁর সিবিআই অনুসন্ধানের নির্দেশের নথি ও ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশ জারির নথি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠানো হোক।” এ ছিল এক কথায় নজিরবিহীন সিদ্ধান্ত। কিন্তু এরপরই শুরু হয় মতানৈক্য।
শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রদত্ত নির্দেশকে হাইকোর্টের আইনজীবীদের একাংশ’একপেশে’ বলে প্রতিবাদে সামিল হন ও তারা এজলাস বয়কটের সিদ্ধান্ত নেন।এদিকে,বার অ্যাসোসিয়েশনে বৈঠকে হাতাহাতিতে জড়ান তৃণমূল কংগ্রেস এবং বিজেপিপন্থী আইনজীবীরা।আর তাই ১৩ই এপ্রিল থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সওয়াল-জবাব বন্ধ ছিল।কিন্তু, অবশেষে প্রত্যাহার করা হল বয়কট।পুরো ২১ দিনের মাথায় মংগলবার হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটের এই সিদ্ধান্ত বার অ্যাসোসিয়েশন প্রত্যাহার করল এবং যথারীতি আবার ফের সওয়াল-জবাবে অংশ নিলেন আইনজীবীরা বলে সূত্রের খবরে জানা গিয়েছে।