মেয়ের জন্য গর্বিত সৌরভ গাঙ্গুলি ও ডোনা। সানার জীবনে আজ বড় দিন!

মেয়ের জন্য গর্বিত সৌরভ গাঙ্গুলি ও ডোনা।
মেয়ের জন্য গর্বিত সৌরভ গাঙ্গুলি ও ডোনা। সানার জীবনে আজ বড় দিন! সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারের খুশির মেজাজ। সৌরভ এবং ডোনার কন্যা সানা গ্রাজুয়েশন পাশ করলেন। মেয়ের কনভোকেশন অর্থাত্‍ সমাবর্ত অনুষ্ঠানে উপস্থিত মহারাজ এবং ডোনা।

 

মেয়ের সাফল্যের দিনে সপরিবারে ইংল্যান্ডে উপস্থিত সৌরভ। অর্থনীতি নিয়ে গ্রাজুয়েট হয়েছেন ‌সানা। ২০১৯ সালে ইংল্যান্ডের UCL ইউনিভার্সিটি থেকে পাশ করেন তিনি।সানার সমাবর্ত অনুষ্ঠানের পর মেয়েকে নিয়ে ছবি তোলেন সৌরভ। সেই ফ্রেমে দেখা যাচ্ছে সৌরভ-ডোনার মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন মেয়ে সানা। তিন জনের মুখেই আনন্দের চওড়া হাসি ধরা পড়েছে।

 

কোট-প্যান্টে মহারাজ ধরা দিলেও চিরাচরিত বাঙালির প্রিয় পোশাক শাড়িতে মেয়ের সমাবর্ত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ডোনা। এছাড়াও আরেকটি ছবিতে সৌরভকে কফি কাপ হাতে খোজমেজাজে দেখা যাচ্ছে।‌এছাড়া সানার নিজের সাফল্যের দিনের ছবিও আলাদা করে ধরা পড়েছে। মেয়ের সমাবর্ত অনুষ্ঠানে সাক্ষী থাকতে গত সপ্তাহে ইংল্যান্ড পাড়ি দিয়েছিলেন সৌরভ।

 

গ্রাজুয়েশন শেষ হলেও আরও উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে থাকবেন মহারাজ কন্যা। তবে পুজোর সময় কলকাতায় আসার কথা। নিজের জন্মদিন পালন করার পরেই ইংল্যান্ডে পাড়ি দিয়েছেন ডোনা।মেয়ের পছন্দের বেশ কিছু খাবার কলকাতা থেকে নিজের সঙ্গে করে নিয়ে গিয়েছেন সৌরভ-পত্নী। সেই তালিকায় নাকি মুড়িও রয়েছে। সানার convocation হয়ে গেলে সপরিবারে কয়েক দিন ইংল্যান্ডে ছুটি কাটাবেন। বিভিন্ন দেশেও যাওয়ার কথা রয়েছে।

 

বিশ্বকাপের সময় দেশের মাটিতেই থাকবেন মহারাজ। আগামী ৩০ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভা। সেই অনুষ্ঠানে যোগ দেবেন মহারাজ। সেই দিন থেকেই সৌরভের জনপ্রিয় টেলিভিশন শুটিং শুরু হচ্ছে বলে খবর।দাদাগিরি শুটিং শুরু হবে ৩০ সেপ্টেম্বর। তবে ইউরোপ সফরের মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একদিনের জন্য স্পেনেও থাকবেন সৌরভ।

 

চলতি মাসে বিদেশ সফরে যাচ্ছেন মাননীয়া মুখ্যমন্ত্রী। বাংলার মাটিতে বিদেশি ইনভেস্টারদের নিয়ে আসতে মুখ্যমন্ত্রীর এই সফর। সেই কারণে স্পেনের বৈঠকে সৌরভ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন।রাজনীতিতে না থাকলেও বাংলার উন্নতি স্বার্থে সৌরভ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী আমন্ত্রণে সাড়া দিয়ে স্পেনে থাকবেন। ‌

en.wikipedia.org  বিশ্বকাপের জন্য বিশেষ কমিটি গঠন সিএবির, ১২ সদস্যের মধ্যে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়