অ্যাম্বুলেন্সের রাস্তা আটকে রাখলে বড় জরিমানার মুখে পড়তে হতে পারে। কী কী শাস্তি হতে পারে জানা আছে?

অ্যাম্বুলেন্সের রাস্তা আটকে রাখলে বড় জরিমানার মুখে পড়তে হতে পারে। কী কী শাস্তি হতে পারে জানা আছে?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

অ্যাম্বুলেন্সের রাস্তা আটকে রাখলে বড় জরিমানার মুখে পড়তে হতে পারে। কী কী শাস্তি হতে পারে জানা আছে? মোটর ভেহিকেল আইনে একাধিক নিয়মের কথা উল্লেখ রয়েছে যা ভঙ্গ করলে মোটা টাকার জরিমানার মুখে পড়তে হতে পারে. টু হুইলার এবং ফোর হুইলার সব চালকদের জন্যই এই নিয়ম প্রযোজ্য। ঠিক সেরকমই কেউ যদি অ্যাম্বুলেন্সের (Ambulance Rules) রাস্তা আটকে দেন তাহলে তাকে মোটা ফাইন দিতে হতে পারে। এমনকি এই কাজ করার ফলে সেই চালকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। রাস্তায় গাড়ি বাইক নিয়ে বেরোনোর সময় অনেকেই এই ধরণের পরিস্থিতির মুখে পড়েন। গাড়ি চালাতে চালাতে হঠাত শুনতে পেলেন সাইরেন। রিয়ার ভিউ মিররে চোখ যেতেই বুঝলেন পিছনে অ্যাম্বুলেন্স রয়েছে।

 

 

 

 

 

অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে নিয়ে দ্রুত নিয়ে যাওয়ার কাজ করে অ্যাম্বুলেন্স। পাশাপাশি রোগীকে স্থিতিশীল রাখার জন্য এই গাড়িতে থাকে একাধিক জরুরি সরঞ্জাম। যেমন ভালভ মাস্ক অক্সিজেন সরবরাহের জন্য, ব্যান্ডেজ, ইজি মনিটর, সংক্রমণ নিয়ন্ত্রণ ইত্যাদি। অনেক সময় অ্যাম্বুলেন্সকে রাস্তা করে দেওয়ার জন্য এগিয়ে আসেন কর্মরত ট্রাফিক পুলিশও। গাড়ি ও বাইক চালক হিসাবে আমাদেরও কর্তব্য নিজের লেন ছেড়ে সেই অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা করে দেওয়া। কিন্তু কেউ যদি রাস্তা না ছেড়ে কোনও অ্যাম্বুলেন্সের পথে বাঁধা দেয় তাহলে?

 

 

 

 

একটা সময় ছিল যখন আইনত ভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনও উপায় ছিল না। কিন্তু শীঘ্রই গোটা পরিস্থিতি উপলব্ধি করে সরকার এবং এর জন্য নির্দিষ্ট আইনও নিয়ে আসা হয়। যা অনুযায়ী কেউ যদি এই কাজ করে তাহলে তার বিরুদ্ধে মোটা জরিমানা আরোপ করা হবে সেই সঙ্গে তার জেলও হতে পারে।

 

 

 

 

রাস্তায় গাড়ি বাইক নিয়ে বেরোনোর আগে এই সকল নিয়মের সঙ্গে অবগত থাকা উচিত সবার। যারা জানেন না তাদেরকেও এই বিষয়ে জানিয়ে সতর্ক করে দিন।

 

 

 

 

অ্যাম্বুলেন্সের রাস্তা আটকালে কত জরিমানা?

মোটর ভেহিকেল আইন 194E ধারা অনুযায়ী কেউ যদি অ্যাম্বুলেন্সের পথে বাঁধা দেয় তাহলে তাঁর বিরুদ্ধে 10,000 জরিমানা কাটা হবে। সেই সঙ্গে বাতিল হতে পারে ড্রাইভিং লাইসেন্স এমনকি জেলও হতে পারে ওই চালকের। সুতরাং গাড়ি বাইক চালানোর সময় অ্যাম্বুলেন্সের রাস্তা আটকানো একদমই উচিত নয়।

 

 

 

 

আরও পড়ুন –   দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন, পুরুলিয়া থেকে হুঙ্কার অভিষেকের

 

 

 

এই নিয়ম শুধু অ্যাম্বুলেন্সের ক্ষেত্রেই প্রযোজ্য নয়। কোনও চালক যদি দমকলের রাস্তা আটকে রাখলে তাহলেও তাঁর বিরুদ্ধে এই একই পরিমাণ জরিমানা অর্থাৎ 10,000 টাকা পেনাল্টি কাটা হতে পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top